• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

মেক্সিকোয় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর আরও ১৪০ বার কম্পন অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ জুন ২০২০, ১২:৩০
7.5 scale earthquake in Mexico
ইন্ডিয়া টুডে থেকে নেয়া

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ৭.৫ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত হয়েছে। মঙ্গলবারের ওই ভূমিকম্পে বিচ্ছিন্ন গ্রামে অনেকেই গুরুতর আহত হয়েছে। এছাড়া শত শত মাইল দূরে রাজধানী মেক্সিকো সিটিতে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর সিজিটিএনের।

প্রাথমিকভাবে বলা হয়েছিল, শক্তিশালী এই ভূমিকম্পের মাত্রা ৭.১ ছিল। কিন্তু মেক্সিকান সিসমোলজিক্যাল সার্ভিস পরে জানায়, এটার মাত্রা ছিল ৭.৫। প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেয়া হয়।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেজ ওবরাদোর জানিয়েছেন, ওয়াজাকা প্রদেশের হুয়াতুলকো শহরে একজনের মৃত্যু হয়েছে এবং ভবন ধসে আরেকজন আহত হয়েছে। এগুলো ছাড়া জানালা ভেঙে যাওয়া এবং দেয়াল ধসে পড়ার মতো ছোটখাটো ক্ষয়ক্ষতি হয়েছে।

ওয়াজাকার গভর্নর আলেহান্দ্রো মুরাত বলেছেন, পরে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পার্বত্য গ্রাম সান হুয়ান ওজোলোতেপাকে একটি বাড়ি ধসে পড়ার ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। সেখানে তৃতীয় আরেক ব্যক্তিরও মৃত্যু হয়েছে।

কেন্দ্রীয় বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ আরও দুইজনের মৃত্যুর খবর জানিয়ে বলেছে, রাষ্ট্রীয় তেল কোম্পানি পেমেক্সে কর্মরত এক কর্মী শোধনাগার থেকে পড়ে মারা যান। এছাড়া ওয়াজাকা প্রদেশের সান আগুস্টিন আমানেতগো গ্রামে এক ব্যক্তির ওপর দেয়াল ধসে পড়লে তার মৃত্যু হয়।

---------------------------------------------------------------
আরও পড়ুন: ভারতের মিজোরামে পরপর ৪ দিন ভূমিকম্প
---------------------------------------------------------------

পেমেক্স জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে প্রশান্ত মহাসাগরের তীরবর্তী সালিনা ক্রুজ শহরে তাদের একটি শোধনাগারে কম্পনের পর আগুন ধরে যায়। এসময় একজন কর্মী আহত হয়। তবে আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়।

ভূমিকম্পে চার্চ, ব্রিজ ও মহাসড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে শক্তিশালী এই ভূমিকম্পের পর ১৪০টির বেশি আফটার শক হয়েছে। তবে এগুলোর বেশিরভাগই স্বল্প মাত্রার ছিল বলে জানান তিনি।

এ/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিল্লি দূতাবাস ছাড়াও মেক্সিকোর ভিসা আবেদন করা যাবে
মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় নিহত ১০
মেক্সিকোয় চব্বিশ ঘণ্টায় দুই সাংবাদিক নিহত
মেক্সিকোতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১৯