ঢাকাবুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

হ্যাপির বিদায়!

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ , ০৫:২০ পিএম


loading/img

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) আলোচিত মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি অভিনীত শেষ ছবি মুক্তি 'সত্যিকারের মানুষ- রিয়্যালম্যান'। ছবিতে হ্যাপির সঙ্গে জুটি হয়েছেন নবাগত অভিনেতা কংকন।

বিজ্ঞাপন

বদরুল আমিন পরিচালিত ছবিতে অভিনয় করছেন হ্যাপি, কংকন, সনিয়া, আলীরাজ, সুচরিতা, রেহেনা জলি, তনু, অমিত হাসান, ইলিয়াস কোবরাসহ অনেকে। নৃত্য পরিচালনা করেছেন আজাদ।

'কিছু আশা কিছু ভালোবাসা' ছবির নায়িকা হ্যাপি দীর্ঘদিন ধরেই মিডিয়া থেকে নিজেকে আড়াল করেছেন। বছর দু'য়েক আগে জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে প্রতারণা মামলা করে আলোচনায় আসেন তিনি। ওই মামলা থেকে খুব একটা সুফল না পাওয়াতে মিডিয়া থেকে সরেই যান হ্যাপি। মাঝে ফিরেছিলেন একটি মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনের মাধ্যমে।

বিজ্ঞাপন

এরপর গেলো বছর শেষদিকে মাদ্রাসা শিক্ষকের সঙ্গে তার বিয়ের গুঞ্জন ওঠে। তবে নিজের ফেসবুক স্ট্যাটাসে সেসময় তিনি এ বিয়ে গুঞ্জন ছাড়া আর কিছুই না বলে জানান। হ্যাপি আর কোনোদিন শোবিজে ফিরবেন না বলেও জানিয়েছেন।  


এইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |