• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ভারতে ২০ বছরে সাপের কামড়ে মারা গেছে ১২ লাখ মানুষ

আরটিভি নিউজ

  ০৮ জুলাই ২০২০, ২০:৩৪
Russell Viper
ফাইল ছবি

ভারতে গত বিশ বছরে ১২ লাখ মানুষ সাপের কামড়ে মারা গেছে। সেখানকার নতুন এক গবেষণা রিপোর্টে তা প্রকাশ করা হয়েছে।

বিবিসি বাংলার খবরে বলা হয়, ওই জরিপে বলা হয়েছে সাপের কামড়ে যারা মারা গেছেন তার প্রায় অর্ধেকের বয়স ৩০ থেকে ৬৯ এর মধ্যে এবং এক চতুর্থাংশ শিশু।

ভারতে সাধারণত কোবরা, রাসেলস ভাইপার এবং ক্রেইৎস এসব সাপের কামড়েই বেশির ভাগ মানুষ মারা যায়। এছাড়া আরও ১২টি প্রজাতির সাপের কামড়েও মানুষ মারা যাচ্ছেন।

বর্ষাকালে জুন থেকে সেপ্টেম্বর এই সময়ের মাঝেই বেশি মৃত্যুর ঘটনা ঘটে। এই সময় সাপ বাইরে বেরিয়ে আসে আর বেশিরভাগ ক্ষেত্রেই কামড় দেয় পায়ে।

ই-লাইফ নামে একটি জার্নালে প্রকাশিত এই গবেষণাটি যৌথভাবে ভারতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ব্যবহার করেন। ভারতে অসময়ে মৃত্যুর ওপর চালানো মিলিয়ন ডেথ টাডি নামে বিশাল এক জরিপ থেকেও তথ্য নেয়া হয়েছে এই গবেষণার কাজে।

রাসেলস ভাইপার ভারত ও দক্ষিণ এশিয়ায় খুবই বিষধর প্রজাতির সাপ। এই অঞ্চলে এই সাপ দেখা যায় খুবই বেশি। এরা সাধারণত ইঁদুর জাতীয় প্রাণী খায়। কাজেই শহরাঞ্চলে এবং গ্রামেও মানুষের বাসার আশেপাশেই তাদের বেশি দেখা যায়।

ভারতীয় ক্রেইৎ প্রজাতির সাপ আছে নানা ধরনের। ক্রেইৎ ভারতীয় উপমহাদেশে খুবই বিষধর প্রজাতির সাপ। ভারতীয় ক্রেইৎ সাপ সাধারণত দিনের বেলা কামড়ায় না। কিন্তু রাতের বেলা তারা হিংস্র হয়ে ওঠে। এসব সাপ দৈর্ঘে প্রায় পাঁচ ফুট ৯ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে।

এছাড়া ভারতীয় কোবরা বা গোখরা সাপ সাধারণত কামড়ায় অন্ধকারের পর। গোখরার কামড়ে শরীরের ভেতর রক্তক্ষরণ হয়। ফলে এই সাপ কামড়ালে সাথে সাথে জরুরি চিকিৎসার প্রয়োজন।

এই জরিপের ফলাফলে দেখানো হয়েছে, ২০০১ সালে থেকে ২০১৪ পর্যন্ত সাপের কামড়ে মারা যাবার ৭০% ঘটনা ঘটেছে ভারতের আটটি রাজ্যে- বিহার, ঝাড়খণ্ড, মধ্য প্রদেশ, ওড়িশা,উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ, রাজস্থান এবং গুজরাটে।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধানখেতে মিলল ৩টি ‘রাসেলস ভাইপার’
গৃহবধূকে কামড় দিলো রাসেলস ভাইপার, অতঃপর...  
ছয় মাসে সাপের দংশনে ৩৮ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর
হাইমচরে দুটি রাসেলস ভাইপার মারল এলাকাবাসী