ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

নেপালে ভারতীয় সব নিউজ চ্যানেলের সম্প্রচার বন্ধ

আরটিভি নিউজ

শুক্রবার, ১০ জুলাই ২০২০ , ১১:৪৬ এএম


loading/img
ফাইল ছবি

নেপাল সরকার ভারতীয় সব নিউজ টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পদত্যাগের বিষয়ে একতরফা মিথ্যা খবর করার অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয়।

দ্য হিন্দুস্তান টাইমের খবরে বলা হয় গত কয়েকদিন ধরেই শিরোনামে উঠে এসেছে ভারত-নেপাল বিরোধ। নেপালের মানচিত্রে ভারতের একাধিক জায়গাকে দেখানো হয়েছে। আর তা দেখানোর পর থেকেই ভারত এবং নেপালের সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে।

বিজ্ঞাপন

নেপালের কমিউনিস্ট পার্টির মুখপত্র এবং প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী নারায়ন কাজি শ্রেষ্ঠা নেপালের সংবাদমাধ্যমে বলেন, নেপালের সরকার এবং আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে  ভিত্তিহীন প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। সে জন্যই এ ব্যবস্থা নেয়া হয়েছে।

তবে ভারতের সমস্ত চ্যানেল নেপালে বন্ধ করে দেয়ার বিষয়ে এখনও ভারতের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |