ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৭০ হাজারের বেশি

আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ জুলাই ২০২০ , ১০:৪৯ এএম


loading/img
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে করোনার প্রভাব আবারও বাড়তে শুরু করেছে। কয়েকদিনের ব্যবধানে ফের ৭০ হাজারের বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে দেশটিতে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

বিজ্ঞাপন

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য নিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে আটটা (বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৬টা) পর্যন্ত চব্বিশ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৭৬ হাজার ৫৭০ জন মানুষের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে।

এই নিয়ে টানা ১০ দিন ৬০ হাজারের বেশি আক্রান্ত দেখল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি। তাতে মোট আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৩৪ হাজার ছাড়িয়েছে।  যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-চতুর্থাংশ।

বিজ্ঞাপন

এদিকে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরও ১ হাজার ২২৫ জনের মৃত্যু হয়েছে।  তাতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৪ হাজার ১৬৭ জনে।

দেশটিতে নতুন সংক্রমণ বেশি দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চলে। টেক্সাস, ক্যালিফোর্নিয়া, আলাবামা, ইদাহো ও ফ্লোরিডা থেকে একদিনে রেকর্ড মৃত্যুর খবর এসেছে।

করোনার সংক্রমণ ঊর্ধ্বগতিতে থাকলেও এসব অঙ্গরাজ্যের কোনো কোনো জায়গায় বিধিনিষেধ শিথিল করার নমুনা দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |