ঢাকাসোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

গাজা ইস্যুতে সিসি ও ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকে জর্ডানের রাজা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৬ এপ্রিল ২০২৫ , ০৭:২৭ পিএম


loading/img
সংগৃহীত ছবি

ফিলিস্তিনের গাজা ইস্যুতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে একটি বৈঠকে যোগ দেবেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। 

বিজ্ঞাপন

সোমবার (৭ এপ্রিল) কায়রোতে এই বৈঠক হবে বলে জর্ডানের সংবাদ সংস্থা পেত্রা’র বরাত দিয়ে রোববার (৬ এপ্রিল) জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকার চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আল-সিসির আমন্ত্রণে এই আলোচনা অনুষ্ঠিত হবে। তবে এই বৈঠকের বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। 

বিজ্ঞাপন

এদিকে, গাজায় গণহত্যার প্রতিবাদে আগামীকাল (সোমবার) বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে নিপীড়িত গাজাবাসী। গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের সব দেশে একযোগে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, আদালত বন্ধ রাখার আহ্বান জানিয়েছে তারা।

আরটিভি/কেএইচ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |