ঢাকাবুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

জুনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ , ১১:০৯ এএম


loading/img
ফাইল ছবি

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে ফ্রান্স। চলতি বছরের জুনেই পশ্চিমা এ প্রভাবশালী দেশটির স্বীকৃতি পেতে পারে ফিলিস্তিন। 

বিজ্ঞাপন

বুধবার ( ৯ এপ্রিল) ফরাসি এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। খবর রয়টার্সের।

বার্তাসংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, ফরাসি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ফাইভ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেছেন, আসছে জুন মাসে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে ফ্রান্স। একই সময় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে মেনে নেবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বিজ্ঞাপন

ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে আমাদের অগ্রসর হতে হবে। কাউকে খুশি করতে আমরা এটি করছি না। আমি এই সিদ্ধান্ত নিয়েছি, কারণ কোনও এক সময় এটিই হবে সঠিক সিদ্ধান্ত। এছাড়া, এই পদক্ষেপের আরেকটা কারণ ফিলিস্তিনের পক্ষে যারা আছেন তারাও হয়তো ইসরায়েলকে পাল্টা স্বীকৃতি দেবেন। আমি সেই সমষ্টিগত প্রক্রিয়ায় অংশ নিতে চাই।

ইতোমধ্যে প্রায় দেড় শতাধিক সার্বভৌম রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তবে, যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, ফ্রান্স, ব্রিটেনসহ অধিকাংশ প্রভাবশালী পশ্চিমাদেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি।

অন্যদিকে, ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, সিরিয়া, ইরান, ইরাক এবং ইয়েমেন।

বিজ্ঞাপন

ম্যাক্রোঁ বলেছেন, আমাদের লক্ষ্য হলো, জুন মাসের মধ্যে সৌদি আরবের সঙ্গে যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করা, যেখানে পারস্পরিক স্বীকৃতির পথে বিভিন্ন দেশের অগ্রগতি চূড়ান্ত করা যেতে পারে।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |