ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

মোসাদের সদস্য সন্দেহে ইরানে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৫ জুন ২০২৫ , ০৬:৫৬ পিএম


loading/img
ইরানের অভ্যন্তরে অভিযানের ফাইল ছবি।

বর্তমানে ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছে। এ দুই শক্তিশালী পক্ষের সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়ানোর আশঙ্কাও প্রবল হচ্ছে।

বিজ্ঞাপন

ইরান তার দেশে অভিযান চালিয়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য বলে দুজন ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি করেছে ইরান। এ খবর প্রকাশ করেছেন আল জাজিরার।

রবিবার (১৫ জুন) আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই দুই ব্যক্তি আলবোর্জ প্রদেশে বিস্ফোরক ও বৈদ্যুতিক সরঞ্জাম বানানোর সময় ধরা পড়েছেন।

বিজ্ঞাপন

এর আগে, এমন ঘটনায় ইরানে মৃত্যুদণ্ড দেওয়ার নজিরও রয়েছে। ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের ছায়াযুদ্ধে লিপ্ত রয়েছে ইরান। বিশেষ করে, যারা ইরানের পরমাণু কর্মসূচি ব্যাহত করতে নাশকতা বা হত্যাকাণ্ডের চেষ্টা চালিয়েছে, তারাই তাদের তালিকায় উঠে আসে।

এদিকে তেহরান ভিত্তিক থিঙ্ক-ট্যাংক ডিপ্লো হাউস-এর পরিচালক হামিদ গোলামজাদেহ বলেছেন, ইরানের জ্বালানি স্থাপনাসহ অন্যান্য লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা দেশজুড়ে অস্থিরতা তৈরিতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি জনগণের মধ্যে এক ধরনের ঐক্য তৈরি করেছে।

আল জাজিরাকে দেওয়া এ সাক্ষাৎকারে গোলামজাদেহ আরও বলেন, নেতানিয়াহু ইরানিদের জন্য এক প্রকার উপকারই করেছেন। এই হামলাগুলোর পরিণতিতে ইরানিদের মধ্যে ব্যাপক ঐক্য দেখা গেছে। তিনি জানান, দেশের অভ্যন্তরে জনগণের মনোভাব এখনো অবিচল ও প্রতিরোধমুখী।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সবাই বলছে—এটা ইসলামী প্রজাতন্ত্র নিয়ে নয়, সরকার নিয়ে নয়, এমনকি সংস্কারপন্থিদের নিয়েও নয়, এটা শুধুই ইরানকে ঘিরে। আল-জাজিরা।

বিজ্ঞাপন

আরটিভি/এএইচ -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |