ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

মিসাইল হামলায় হাইফায় তেল পরিশোধনাগার বিধ্বস্ত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ০৭:০৫ এএম


loading/img
ইরানি হামলা চালায় হাইফার তেল পরিশোধনাগারে আগুন জ্বলতে দেখা যায়। ছবি: সংগৃহীত

ইরানের মিসাইল হামলায় দখলদার ইসরায়েলের বৃহৎ তেল পরিশোধনাগার পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং মিসাইলের আঘাতে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, তেল পরিশোধনাগরটি পরিচালনা করা বাজান গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের মিসাইল হামলার কারণে তাদের সব অবকাঠামো বন্ধ হয়ে গেছে। এর আগে সোমবার (১৬ জুন) রাতে সেখানে মিসাইল ছোড়ে ইরান।   

আরও পড়ুন

তেলআবিব স্টক এক্সচেঞ্জের কাছে দেওয়া বিবৃতিতে বাজান গ্রুপ জানায়, পরিশোধনাগারের অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং বিদ্যুৎ কেন্দ্র বেশ ক্ষতিগ্রস্ত হওয়ায়, পরিশোধনাগার এবং এর সঙ্গে অন্যান্য কোম্পানিগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আমরা এখন বিদ্যুৎ ফিরিয়ে আনার চেষ্টা করছি।  

এর আগে হাইফা উপকূলে অবস্থিত পরিশোধনাগারটিতে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলার হুমকি দিয়েছিল। কিন্তু তারা হামলা চালায়নি। এছাড়া এটি কখনও এমন সরাসরি হামলার শিকার হয়নি। তবে এবার ইরানের মিসাইলে বিধ্বস্ত হয়েছে এটি।  

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |