ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

চলমান সংঘাতে প্রথম ফাত্তাহ-১ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৮ জুন ২০২৫ , ১১:২৮ এএম


loading/img
ছবি: সংগৃহীত

চরম সংঘাতময় পাঁচটি পার করতে ফেলেছে ইরান-ইসরায়েল। চলমান এ সংঘাতে পুরো বিশ্বকে নিজেদের বিশাল ক্ষেপণাস্ত্র বহরের প্রদর্শনীই যেন করছে দুদেশ। এরই মধ্যে ইসরায়েলের দম্ভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙেচুড়ে তেল আবিব, জেরুজালেম, হাইফাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরে আঘাত হেনেছে ইরানের উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র।

বিজ্ঞাপন

এবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) দাবি, ইসরায়েলের দিকে ভয়ংকর ‘হাইপারসনিক’ ক্ষেপণাস্ত্র ফাত্তাহ-১ নিক্ষেপ করেছে তারা। খবর বিবিসির। 

এর আগে, ২০২৪ সালের ১ অক্টোবর ইরান যখন ইসরায়েলে হামলা চালিয়েছিল, তখনও তারা বেশ কয়েকটি ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে চলমান সংঘাতে সম্ভবত এই প্রথম ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইরান।

বিজ্ঞাপন

২০২৩ সালে ফাত্তাহ ক্ষেপণাস্ত্র উন্মোচন করে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষেপণাস্ত্রটির নামকরণ করেন।

আইআরজিসি এই ক্ষেপণাস্ত্রকে ‘ইসরায়েল বিধ্বংসী’ বলে উল্লেখ করেছে। এটি উন্মোচনের সময় ইরানের রাজধানী তেহরানে একটি বিশাল ব্যানার টাঙানো হয়েছিল, যেখানে হিব্রু ভাষায় লেখা ছিল: ‘৪০০ সেকেন্ডে তেল আবিব।’

অবশ্য, আইআরজিসি ফাত্তাহ ক্ষেপণাস্ত্রকে ‘হাইপারসনিক’ হিসেবে দাবি করলেও সামরিক বিশ্লেষকেরা এর প্রকৃত হাইপারসনিক সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

অতি উচ্চগতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে এমন গতিতে আঘাত হানতে পারে যে, বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে পারে না। এমনকি সাড়া দেওয়ার আগেই তা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। এ ধরনের ক্ষেপণাস্ত্র মাঝপথে দিকও পরিবর্তন করতে পারে।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |