ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

কুদস ফোর্সের ‘প্যালেস্টানিয়ান কর্পস’ কমান্ডারকে হত্যার দাবি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শনিবার, ২১ জুন ২০২৫ , ০১:১৩ পিএম


loading/img
ইরানি কুদস ফোর্সের ‘প্যালেস্টানিয়ান কর্পস’ কমান্ডার সাঈদ ইজাদি। সংগৃহীত ছবি

ইরানি কুদস ফোর্সের ‘প্যালেস্টানিয়ান কর্পস’ কমান্ডার সাঈদ ইজাদিকে হত্যার দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

বিজ্ঞাপন

শনিবার (২১ জুন) সকালে ইরানের কোম শহরে একটি আবাসিক ভবনে চালানো ইসরায়েলি হামলায় তিনি নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

কমান্ডার সাঈদ ইজাদিকে হত্যার কথা নিশ্চিত করে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই ব্যক্তি ৭ অক্টোবরের ‘হত্যাযজ্ঞের আগে হামাসকে অর্থ ও অস্ত্রের’ জোগান দিয়েছিলেন। তাকে হত্যা ইসরায়েলের গোয়েন্দা ও বিমান বাহিনীর জন্য বড় অর্জন। হত্যার শিকার ও জিম্মি হওয়া ব্যক্তিদের জন্য এটি সুবিচার। এতে ইসরায়েলের লম্বা হাত তার সব শত্রুর কাছে পৌঁছাবে। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

এর আগে, আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ১৪০ কিলোমিটার (৮৭ মাইল) দক্ষিণের কোম শহরের আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় ১৬ বছর বয়সের এক কিশোর নিহত হয়েছে। তবে তারা দুজন একই হামলায় নাকি পৃথক হামলায় নিহত হয়েছেন, তা প্রাথমিকভাবে এটা নিশ্চিত হওয়া যায়নি। 

বিজ্ঞাপন

এ ছাড়া, ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের বিমান হামলায় ১৬ বছর বয়সি এক কিশোর নিহত হয়েছে। এই হামলায় আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এই হামলার লক্ষ্য তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |