বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোর ওপর এক নতুন ও বৃহৎ মাত্রার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় সরাসরি তেলআবিবের কেন্দ্রস্থলে আঘাত হানলে সেখানে বিস্ফোরণের পর আগুন জ্বলে ওঠে।
শনিবার (২১ জুন) ভোরে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডের সামরিক ও লজিস্টিক কেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করা হয় বলে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বরাত দিয়ে জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এই হামলাটি ছিল ইরানের ১৮তম সামরিক পদক্ষেপ। এতে বিভিন্ন ইসরায়েলি বসতিতে সাইরেন বেজে ওঠে এবং একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই হামলাকে তেহরানের পক্ষ থেকে চলমান প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে দেখা হচ্ছে।
ইসরায়েলি বাহিনীর বরাত দিয়ে দেশটির চ্যানেল ১২ এক প্রতিবেদনে জানায়, শনিবার ইরান মোট ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যার মধ্যে মাত্র ৫টি প্রতিহত করা সম্ভব হয়েছে। এর মধ্যে তেলআবিবের দক্ষিণে হোলোন এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে একটি বহুতল ভবনে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের ধারাবাহিক হামলার প্রেক্ষিতে ইসরাইল নতুন ‘লাইটনিং’ এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন শুরু করেছে, যাতে ইরানি ড্রোন প্রতিহত করা যায়।
আরটিভি/কেএইচ/এআর