ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইরানের হামলা, জ্বলছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শনিবার, ২১ জুন ২০২৫ , ০১:৪৩ পিএম


loading/img
সংগৃহীত ছবি

বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোর ওপর এক নতুন ও বৃহৎ মাত্রার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় সরাসরি তেলআবিবের কেন্দ্রস্থলে আঘাত হানলে সেখানে বিস্ফোরণের পর আগুন জ্বলে ওঠে। 

বিজ্ঞাপন

শনিবার (২১ জুন) ভোরে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডের সামরিক ও লজিস্টিক কেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করা হয় বলে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বরাত দিয়ে জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ।

আরও পড়ুন

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এই হামলাটি ছিল ইরানের ১৮তম সামরিক পদক্ষেপ। এতে বিভিন্ন ইসরায়েলি বসতিতে সাইরেন বেজে ওঠে এবং একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই হামলাকে তেহরানের পক্ষ থেকে চলমান প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে দেখা হচ্ছে। 

ইসরায়েলি বাহিনীর বরাত দিয়ে দেশটির চ্যানেল ১২ এক প্রতিবেদনে জানায়, শনিবার ইরান মোট ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যার মধ্যে মাত্র ৫টি প্রতিহত করা সম্ভব হয়েছে। এর মধ্যে তেলআবিবের দক্ষিণে হোলোন এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে একটি বহুতল ভবনে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের ধারাবাহিক হামলার প্রেক্ষিতে ইসরাইল নতুন ‘লাইটনিং’ এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন শুরু করেছে, যাতে ইরানি ড্রোন প্রতিহত করা যায়।  

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |