ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সংঘাত শুরুর পর থেকে তিন গুপ্তচরকে ফাঁসি দিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

সোমবার, ২৩ জুন ২০২৫ , ১২:৪০ পিএম


loading/img
ফাইল ছবি

ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটির শীর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত তিনজন গুপ্তচরকে ফাঁসি দিয়েছে ইরান।

বিজ্ঞাপন

সোমবার (২৩ জুন) ইরানের স্থানীয় সংবাদসংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

সবশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে সহযোগিতার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর মোহাম্মদ আমিন মাহদাভি শায়েস্তেহ নামে এক গুপ্তচরকে ফাঁসি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শায়েস্তেহকে ২০২৩ সালের শেষের দিকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট একটি সাইবার-টিমের প্রধান ছিলেন বলে জানা গেছে। 

এর আগে, ১৬ জুন এবং ২২ জুন দুইজন সন্দেহভাজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

গত ১৩ জুন ভোর ৪টার দিকে আকস্মিকভাবে ইরানের রাজধানী তেহরানসহ অন্তত ৮টি শহরে বড় ধরনের হামলা করে ইসরায়েল। ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর স্থাপনাগুলোকে লক্ষ্য করে এ হামালা চালানো হয়েছিল। 

বিজ্ঞাপন

হামলার প্রথম দিনই ইরানের অন্তত ১০০টি স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায় ইসরায়েল। হামলায় একইদিনে নিহত হন দেশটির সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরিসহ প্রথম সারির অন্তত ২০ জন সেনা ও গোয়েন্দা কর্মকর্তা। সেইসঙ্গে বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীকেও হারায় ইরান। 

বিজ্ঞাপন

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ সামরিক অভিযানের নাম দিয়েছে ‘দ্য রাইজিং লায়ন’। অতর্কিত এ হামলার পর শুক্রবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ সেনা অভিযান শুরু করে ইরান। আজ সোমবার ১১তম দিনে গড়িয়েছে ইরান ও ইসরায়েলের এ সংঘাত। 

আরটিভি/এসএইচএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |