ঢাকাসোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলা, উপযুক্ত জবাবের হুমকি কাতারের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , ১২:৪৯ এএম


loading/img
মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলা। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর এক বিবৃতি দিয়ে কাতার সরকার জানিয়েছে, এই হামলায় কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ইরানের এই হামলার নিন্দা জানিয়ে কাতার সরকার বলেছে, প্রয়োজন হলে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।

বিজ্ঞাপন

সোমবার (২৩ জুন) রাতে এক প্রতিবেদনে কাতারের এই হুমকির কথা জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, কাতার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে প্রতিহত করেছে।  

বিজ্ঞাপন
আরও পড়ুন

কাতারের প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা করে বিবৃতিতে বলা হয়, আমরা নিশ্চিত করতে পেরেছি, কাতারের আকাশ প্রতিরক্ষা সফলভাবে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো আটকাতে সক্ষম হয়েছে। এ ঘটনায় আল উদেইদ ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনা সদস্যদের কেউ হতাহত হয়নি বলেও নিশ্চিত করেছে কাতার। 

বিজ্ঞাপন

সরকারি বিবৃতিতে আরও জানানো হয়েছে, হামলার বিস্তারিত তথ্য ও প্রেক্ষাপট স্পষ্ট করে পরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, কাতারে অবস্থিত আল উদেইদ ঘাঁটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যভিত্তিক সামরিক তৎপরতার অন্যতম কেন্দ্র। এই ঘাঁটিতে প্রায় ১০ হাজারের বেশি মার্কিন সেনা অবস্থান করছেন।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |