ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসকে উৎখাত আর তাদের কবল থেকে জিম্মি উদ্ধারের নামে ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ চলছেই। ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় প্রতিদিনই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে লাশের মিছিল। নিরাপদ বলে কোনো স্থান বাকি নেই গাজাবাসীর জন্য। একদিকে আকাশ ও স্থল অভিযান, অন্যদিকে দুর্ভিক্ষ; গাজা যেন সাক্ষাৎ নরক হয়ে উঠেছে তার বাসিন্দাদের জন্য। যে যৎসামান্য ত্রাণ দেওয়া হচ্ছে ক্ষুধাপীড়িত গাজাবাসীকে, তা নিয়ে মিলেছে ভয়ংকর তথ্য।
মার্কিন ত্রাণ কেন্দ্রগুলোর বিতরণ করা আটার ব্যাগে বিপজ্জনক অক্সিকোডোনের অস্তিত্ব পেয়েছে বলে দাবি করেছে গাজার সরকার। বিবৃতির মাধ্যমে ন্যাক্কারজনক এই কর্মকাণ্ডের তীব্র নিন্দাও জানানো হয়েছে গাজা সরকারের মিডিয়া অফিসের পক্ষ থেকে। খবর মিডল ইস্ট আইয়ের।
বিবৃতিতে গাজা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত চারজন নাগরিকের সাক্ষ্য নথিভুক্ত করা হয়েছে, যারা আটার ব্যাগের ভেতরে এই বড়িগুলো খুঁজে পেয়েছেন। সম্ভাবনা আছে, এই মাদকদ্রব্যগুলোর কিছু ইচ্ছাকৃতভাবে পিষে ময়দার মধ্যেই দ্রবীভূত করা হয়েছিল।
প্রসঙ্গত, অক্সিকোডোন হল একটি ওপিওয়েড, যা তীব্র এবং দীর্ঘমেয়াদী ব্যথার চিকিৎসার জন্য তৈরি। মূলত, ক্যান্সার রোগীদেরকে এ ওষুধ দেওয়া হয়।
ওষুধটি অত্যন্ত আসক্তিকর; শ্বাসকষ্ট এবং হ্যালুসিনেশনের পাশাপাশি জীবনও হুমকির মুখে ফেলে দিতে পারে এ মাদক।
আরটিভি/এসএইচএম/এআর