• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

২০১৯ সালে ৭৪৫ শিশুকে গ্রেপ্তার করেছে ইসরায়েল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ নভেম্বর ২০১৯, ১৫:৫৯
২০১৯ সালে ৭৪৫ শিশুকে গ্রেপ্তার করেছে ইসরায়েল

ইসরায়লি বাহিনী চলতি বছরের প্রথম ১০ মাসে প্রায় ৭৪৫ ফিলিস্তিনি শিশুকে গ্রেপ্তার করেছে বলে একটি বেসরকারি সংস্থা জানিয়েছে।

ফিলিস্তিনি কারাগার সমিতির (পিপিএস) এক বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ইসরায়ল অসংখ্য শিশুদের গ্রেপ্তার করে তাদের অধিকার লঙ্ঘন করেছে। কঠোর পরিস্থিতিতে মুলত গভীর রাতে তাদের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় বলে রিপোর্টটিতে বলা হয়েছে।

এটি উল্লেখ্য যে গ্রেপ্তারকৃত শিশুরা তাদের পড়াশোনার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি গ্রেপ্তারকৃত শিশুদের পারিবারের সাথে দেখা এবং সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২০০ শিশু বর্তমানে ইসরায়লের বিভিন্ন ডিটেনশন সেন্টারে বন্দী রয়েছে।

এনজিও এর প্রতিবেদনে বলা হয় ইসরায়লের গ্রেপ্তার ও হয়রানি থেকে ফিলিস্তিনি শিশুদের সুরক্ষা দেওয়ার জন্য ইউনিসেফসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে আরও বেশি প্রচেষ্টা চালাতে হবে।

প্যালেস্টাইনের পরিসংখ্যান অনুসারে দেখা যায়, প্রায় ৫,৭০০ফিলিস্তিনি বর্তমানে ইসরায়লে আটক রয়েছে। এর মধ্যে বিপুল সংখ্যক মহিলা ও শিশু রয়েছে। এদের মধ্যে ১৭০০ বন্দিকে চিকিৎসা সুবিধা প্রদান করা অনেক বেশি প্রয়োজন।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • মধ্যপ্রাচ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্রপতির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আরও ৫০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনের পশ্চিম তীরে মসজিদে আগুন, হিব্রুতে লেখা হলো ‘প্রতিশোধ’