ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

পদত্যাগ করলেন ইরাকের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ০১ ডিসেম্বর ২০১৯ , ১০:৪১ এএম


loading/img
আদেল আবদুল মাহদি। ফাইল ছবি।

ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি আনুষ্ঠানিকভাবে পার্লামেন্টে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ রোববার পার্লামেন্টে এ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

ইরাকে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মুখে গেল শুক্রবার পদত্যাগের ঘোষণা দেন তিনি।

কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরাকের শীর্ষ শিয়া নেতা আয়াতুল্লাহ আল সিসতানির আহ্বানে সাড়া দিয়ে পদত্যাগ করলেন আদেল আবদুল মাহদি। সরকারবিরোধী বিক্ষোভে ইরাকে ব্যাপক প্রাণহানির দুদিন পর পার্লামেন্টে নিজের পদত্যাগের ঘোষণা দেন তিনি।

বিজ্ঞাপন

কর্মসংস্থানের সংকট, নিম্নমানের সরকারি পরিসেবা এবং দুর্নীতির অভিযোগ তুলে গেল ১ সেপ্টেম্বর বাগদাদের রাজপথে নেমে আসে কয়েক হাজার বিক্ষোভকারী।

ইরাকের মানবাধিকার বিষয়ক হাইকমিশন বলছে, এখন পর্যন্ত বিক্ষোভে নিহত হয়েছে তিন শতাধিক ইরাকি। আহত হয়েছে আরও প্রায় ১৫ হাজার মানুষ।

জিএ/এ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |