ঢাকামঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

নববর্ষে মিয়ানমারে ৫ হাজার বন্দির মুক্তি দিয়েছে জান্তা

ডয়চে ভেলে

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ০২:১৭ পিএম


loading/img
মিয়ানমারের সামরিক সরকার নববর্ষ উপলক্ষে প্রায় চার হাজার ৮৯৩ বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা করেছে।

মিয়ানমারের সামরিক সরকার নববর্ষ উপলক্ষে প্রায় চার হাজার ৮৯৩ বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, জান্তা প্রধান চার হাজার ৮৯৩ জন বন্দিকে ক্ষমা করেছেন। তবে, মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে কতজন রাজনৈতিক বন্দি, তা এখনো স্পষ্ট নয়। 

স্থানীয় পর্যবেক্ষক সংস্থা পলিটিক্যাল প্রিজনার্স নেটওয়ার্ক জানায়, কমপক্ষে ২২ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সহায়তা সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানিয়েছে, গত সপ্তাহ পর্যন্ত প্রায় ২২ হাজার ১৯৭ জন রাজনৈতিক বন্দিকে আটক রাখা হয়েছে, যাদের মধ্যে সামরিক সরকার কর্তৃক ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিও রয়েছেন।

মুক্তি পাওয়া বন্দিরা আইন অমান্য করলে বাকি সাজা ভোগ করতে হবে। ইয়াঙ্গুনের ইনসেইন কারাগার থেকে বন্দিদের বহনকারী অন্তত ১৯টি বাস ছেড়ে যায়। পরিবারের সদস্যরা সেখানে তাদের জন্য অপেক্ষা করছিলেন।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |