ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

মধ্যরাতে দফায় দফায় রাশিয়ার হামলা, নারকীয় পরিস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , ১১:১৮ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, এই হামলায় ৩৫২টি ড্রোন ও ১৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার ফলে অন্তত ৭ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (২৩ জুন) ভোররাতে নারকীয় এ হামলা চালায় রাশিয়া। 

কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো এক বিবৃতিতে জানান, রাজধানীতে আরেকটি বিশাল আক্রমণ। শত্রুর ড্রোন হয়তো একাধিক তরঙ্গে হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, কিয়েভে ৬ জন এবং রাজধানীর নিকটবর্তী বিলা এৎরকভায় আরও একজন নিহত হয়েছেন।

সংবাদ সংস্থা এএফপির সাংবাদিকরা কিয়েভ শহরের কেন্দ্রে ড্রোনের গুঞ্জন ও বিস্ফোরণের শব্দ শোনেন। গোলাগুলির শব্দও পাওয়া যায়। শহরের একটি আবাসিক ভবনের বেসমেন্টে প্রায় ১০ জন মানুষ আশ্রয় নিয়েছিলেন, যারা মোবাইলে খবর স্ক্রল করে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলেন। এ হামলা এমন এক সময় ঘটল, যখন ইউক্রেনের সামরিক প্রধান ওলেক্সান্দ্র সিরস্কি রাশিয়ার সামরিক ও জ্বালানি অবকাঠামোর ওপর হামলা জোরদারের ঘোষণা দেন।

আরও পড়ুন

তিনি বলেন, আমরা কেবল প্রতিরক্ষায় বসে থাকব না। কারণ, এতে কোনো সুফল আসে না, বরং সময়ের সাথে সাথে আমরা মানুষ হারাই, এলাকা হারাই।

সিরস্কি আরও জানান, ইউক্রেন ইতোমধ্যেই যেসব হামলা চালিয়েছে তা ‘কার্যকর’ প্রমাণিত হয়েছে এবং আগামীতে এর ‘পরিসর ও গভীরতা’ আরও বাড়ানো হবে।

তিন বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এখন্র কূটনৈতিক সমাধানের কোনো পথ দেখা যাচ্ছে না। সর্বশেষ সরাসরি আলোচনা প্রায় তিন সপ্তাহ আগে হয়েছিল, তবে পরবর্তী কোনো বৈঠকের দিনক্ষণ এখনও ঠিক হয়নি।

সূত্র: ফ্রান্স টোয়েন্টিফোর ডটকম 

 

আরটিভি/টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |