ঢাকাসোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

বিমানবন্দর যেন 'সুইমিং পুল'

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১ , ০৬:১৫ পিএম


loading/img
বিমানবন্দর যেন 'সুইমিং পুল'

দীর্ঘ মেয়াদি পরিকল্পনা ছাড়াই দিনে দিনে উন্নয়নের ছোঁয়া লাগছে। বিভিন্ন ধরনের অবকাঠামো তৈরি হচ্ছে। তবে কিছু কিছু উন্নয়ন মানুষের কাছে আশিবাদের চেয়ে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তেমনি ভারতের রাজধানী দিল্লিতে শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে প্রবল বৃষ্টিতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পানি জমেছে। পানি জমে বিমানবন্দর যেন 'সুইমিং পুলে' পরিণত হয়।

বিজ্ঞাপন

ভারতের রাজধানী দিল্লিতে ৪৬ বছরের রেকর্ড ভেঙে বৃষ্টি হয়েছে শনিবার। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, পানি নিষ্কাশন হয়েছে। একটি ট্যুইটে দিল্লি বিমানবন্দরের পক্ষ থেকে জানায় হয়েছে, হঠাৎ ভারি বৃষ্টিপাতের কারণে কিছুক্ষণের জন্য ফোরকোর্টে পানি জমে যায়। এরই মধ্যে সমস্যার সমাধান হয়েছে।
ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, ৪৬ বছরে রেকর্ড বার্ষিক বৃষ্টি হয়েছে দিল্লিতে। আগামী দিনেও ভারী বৃষ্টি হতে পারে। তার জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

সংবাদ সংস্থা এএনআই দিল্লি বিমানবন্দরের পানি জমার ছবি প্রকাশ করেছে নেটমাধ্যমে। খারাপ আবহাওয়ার জন্য এরই মধ্যে বাতিল করা হয়েছে বেশ কিছু বিমানের ফ্লাইট। যাত্রীদের নির্দেশ দিয়েছে, বিমান ধরতে আসার আগে সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট থেকে খবর নিতে।

বিজ্ঞাপন

ভারতের আবহাওয়া অফিস শনিবার জানিয়েছে, দিল্লি, নয়ডা, গাজিয়াবাদের বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার ফলে আরো পানি জমতে পারে। প্রশাসনকে আগে থেকেই প্রস্তুত থাকতে বলা হয়েছে। খুব প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাড়ির বাইরে বার হতে নিষেধ করেছে।

ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দিল্লিতে গড় বৃষ্টিপাতের পরিমাণ ৬৪৮.৯ মিলিমিটার। এর আগে ১৯৭৫ সালে দিল্লিতে ১১৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। চলতি বছর এরই মধ্যে ১১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে দেশটির রাজধানীতে। আর তার জেরেই বিপর্যস্ত জনজীবন।
সূত্র : আনন্দবাজার

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |