ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

যুদ্ধ হলে জিতবে কে, ভারত নাকি পাকিস্তান?

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ , ০২:৪৩ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ভূস্বর্গ খ্যাত কাশ্মীরে ভয়াবহ হামলায় ২৬ জন নিহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত হয়ে উঠেছে আঞ্চলিক রাজনীতি। এতে দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

ভারত এরই মধ্যে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল, পানি চুক্তি স্থগিত, সীমান্ত বন্ধসহ ইসলামাবাদের বিরুদ্ধে বড় বড় পদক্ষেপ নেওয়া শুরু করেছে। একইসঙ্গে পাঞ্জাবের অমৃতসর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে ওয়াঘা সীমান্তের প্রবেশদ্বারে পাহারা বাড়িয়েছে। 

পরমাণু অস্ত্রধারী দুই দেশের লড়াইয়ে কে জয়ী হতে পারে, তা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে চুলচেরা বিশ্লেষণ। ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনীর আকার সক্ষমতা নিয়েও আলোচনা শুরু হয়েছে। এখন যুদ্ধে হলে জিতবে কে, ভারত নাকি পাকিস্তান?

বিজ্ঞাপন

পৃথিবীর সকল দেশের সামরিক বাহিনীর একটি রেটিং প্রকাশকারী গ্লোবাল ফায়ারপাওয়ারের ২০২৫ সালের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে সামরিক শক্তির নিরিখে বিশ্বের চতুর্থ সেরা দেশ ভারত আর তালিকার ১২ নম্বরে আছে পাকিস্তান। 

‘গ্লোবাল ফায়ারপাওয়ার’ সূচকে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা দেশ ভারতের পয়েন্ট ০.১১৮৪। দেশটির মোট সক্রিয় সৈন্য সংখ্যা ১৪ লাখ ৫৫ হাজার। দেশটির মোট জনসংখ্যা ১৪০ কোটিরও বেশি। তাই ভারতের রিজার্ভ সেনা সংখ্যার আকারও অনেক বড়। 

অপর দিকে, ২৪ কোটি জনসংখ্যার দেশ পাকিস্তনের সৈন্য সংখ্যা ৯ লাখ ৩৫ হাজার ৮০০। এতে রিজার্ভ সেনা ২ লাখ ৮২ হাজার।

বিজ্ঞাপন

গ্লোবাল ফায়ারপাওয়ারের রিপোর্ট অনুযায়ী, ভারতের ট্যাঙ্ক রয়েছে ৪ হাজার ২০১টি। অন্যদিকে, পাকিস্তানের রয়েছে ২,৬২৭টি ট্যাঙ্ক। 

বিজ্ঞাপন

এ ছাড়া, ভারতের মোট এয়ারক্রাফট রয়েছে ২ হাজার ২২৯টি। অপরদিকে পাকিস্তানের রয়েছে ১ হাজার ৩৯৯টি এয়ারক্রাফট। 

আর ভারতের যুদ্ধবিমান রয়েছে ৫১৩টি এবং পাকিস্তানের ৩২৮টি। এ ছাড়া, ভারতের হেলিকপ্টার রয়েছে ৮৯৯টি । পাকিস্তানের রয়েছে ৩৭৩টি হেলিকপ্টার। তবে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ভারতের ৮০টি পাকিস্তানের ৫৭টি। 

পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ানোর তালিকায় ভারত ও পাকিস্তানও আছে জানিয়ে গত মার্চ মাসে একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট। এতে দাবি করা হয়, ভারতের ভাণ্ডারে মজুত রয়েছে ১৮০টি পারমাণবিক অস্ত্র। আর পাকিস্তানের অস্ত্রাগারে আছে ১৭০টি।

যদিও শক্তির দিক থেকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের তুলনায় এগিয়ে আছে। তবে যুদ্ধ শুধু সামরিক শক্তির ওপর নির্ভর করেনা, ভৌগলিক অবস্থান, অর্থনৈতিক সক্ষমতা, সৈনিকদের মনোবল সবকিছুই যুদ্ধ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। আর বিধ্বংসী সব সামরিক অস্ত্রের যুগে যুদ্ধ কাউকেই জেতায় না। উভয় পক্ষই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধে দুটি দেশকেই পঙ্গু করে দেবে। এমনকি আশপাশের অন্য দেশগুলোর ওপরও যুদ্ধের প্রভাব পড়বে।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |