মেক্সিকান ভূখণ্ডের উপর দিয়ে ড্রোন ওড়ার হার বেড়েছে, মার্কিন গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শাইনবাউম বলেছেন, দুই দেশের মধ্যে বহু বছর ধরে চলমান সহযোগিতার অংশ এটি।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শাইনবাউম বুধবার বলেছেন, এটি একটি সমন্বয় এবং সহযোগিতা প্রোটোকল যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্যে বছরের পর বছর ধরে বিদ্যমান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, অনেক সময় প্রায় প্রতিটা ক্ষেত্রেই এটি মেক্সিকান সরকারের অনুরোধেই করা হয়।
মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত তথ্য অনুযায়ী, মাদক পাচারকারীদের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত অভিযানের অংশ হিসাবে মাদকের অন্যতম উপাদান ফেন্টানাইলের ল্যাব খুঁজতে মেক্সিকোর আকাশে গোপন ড্রোন উড্ডয়নের পরিমাণ বাড়িয়েছে ওয়াশিংটন।
শাইনবাউম বলেন, মেক্সিকোতে অপরাধের বিরুদ্ধে লড়াই করা আন্তর্জাতিক সংস্থাগুলোর আইনি কাঠামো মূল্যায়ন করা হচ্ছে। এই বিষয়টিকে মেক্সিকোর রাষ্ট্রপতি দুর্বল তিনি মার্কিন সরকারের গুপ্তচরবৃত্তির কাছে আত্মসমর্পণ করেছেন সার্বভৌমত্ব লঙ্ঘন হচ্ছে বলে বিরোধীদের অভিযোগ তিনি এক বাক্যে নাকচ করে দিয়েছেন।
দ্য নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, গোপন কর্মসূচিটি ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের অধীনে শুরু হয়েছিল, কিন্তু কখনই এটি প্রকাশ হয়নি। ড্রোনগুলো পরিচালনার দায়িত্বে রয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)। প্রাণঘাতী কোনো পদক্ষেপ নেয়ার অনুমতি নেই এই ড্রোনগুলোর। ড্রোন উড্ডয়নের ফলে পাওয়া সব তথ্য মেক্সিকান কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয় বলেও জানা গেছে।
আরটিভি/এএইচ