ঢাকাসোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

যে স্কুলের পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থী কাজও করে

ডয়চে ভেলে

রোববার, ২৯ জুন ২০২৫ , ০৬:১৫ পিএম


loading/img
সংগৃহীত ছবি

ইংল্যান্ডের সুইনডেন শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষ কোভিডের পর বাচ্চাদের স্কুলের প্রতি আরো বেশি আগ্রহী করে তোলার কথা ভাবছিল।

বিজ্ঞাপন

সেই ভাবনা থেকে স্কুলের পঞ্চম শ্রেণির প্রতিটি শিক্ষার্থীকে তাদের আগ্রহ অনুযায়ী কাজের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ফলে শিক্ষার্থীরা এখন আগ্রহ নিয়ে স্কুলে যাচ্ছে। 

প্রতি সপ্তাহে একদিন স্কুল শেষে কিন্ডারগার্টেন শিক্ষক হিসেবে কাজ করে অলিভিয়া। এটি তার আইডিয়া ছিল। সে বাচ্চাদের সঙ্গে কারুশিল্প করতে পছন্দ করে, কিন্তু সে মজা করার জন্য আসেনি।

বিজ্ঞাপন

সে বলছে, বড় হয়ে আমি নার্সারি শিক্ষক হতে চাই। তাই, আমি বলবো, এখানে ভালো অভিজ্ঞতা হচ্ছে। অ্যালেক্স এই স্কুলের একজন প্রযুক্তি বিশেষজ্ঞ।

সে ইউটিউব ভিডিও দেখে কোডিং শিখেছে, এমনকি তার নিজস্ব গেমও তৈরি করেছে। সে চায় ছোট ছাত্ররাও একই জিনিস শিখুক। অ্যালেক্স তাদের সাহায্য করে এবং সব ধরনের কম্পিউটার সমস্যার সমাধান করে।

অ্যালেক্স বলেছে, আমি তাদের সাহায্যও করি, বলি, তাদের আইপ্যাডে সমস্যা ছিল- অনেকটা এরর কোডের মতো, যা আমি ঠিক করতে পারি।

বিজ্ঞাপন

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এমন কাজের পিছনে ধারণা হলো, শুধু ক্লাস প্রতিনিধিদের নয়, প্রত্যেকেরই একটি বিশেষ কাজ থাকা উচিত। প্রত্যেক শিশু তাদের জন্য সবচেয়ে উপযুক্ত কাজটি করে থাকে।

বিজ্ঞাপন

প্রধান শিক্ষক লিসা ডেভিস জানান, কোভিডের পর ফিরে এসে আমরা বাচ্চাদের স্কুলের প্রতি আরও বেশি আগ্রহী করে তোলার কথা ভাবছিলাম। আমরা চেয়েছিলাম যে, তাদের প্রত্যেকে স্কুলে একটি দায়িত্ব থাকুক। বাচ্চারা গর্বিত এই কারণে যে, স্কুল এখন তাদের কাছে কর্মক্ষেত্রও।

আরটিভি/এএইচ -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |