চার ব্যাংক ও দুই আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ

আরটিভি নিউজ

রোববার, ১৩ অক্টোবর ২০২৪ , ০৭:৪৬ পিএম


চার ব্যাংক ও দুই আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ
ফাইল ছবি

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের অন্তর্ভুক্ত চারটি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার (প্রকৌশলী-সিভিল), সহকারী প্রকৌশলী (সিভিল) ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদে নিয়োগের জন্য প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিনিয়র অফিসার (প্রকৌশলী-সিভিল), সহকারী প্রকৌশলী (সিভিল) ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)–এর ২৩টি (সোনালী ব্যাংক পিএলসি ৮টি, বাংলাদেশ কৃষি ব্যাংক ৬টি, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ৬টি, কর্মসংস্থান ব্যাংক ১টি, আইসিবি ১টি ও পল্লী সঞ্চয় ব্যাংক ১টি) শূন্য পদে আবেদনকারী প্রার্থীদের মধ্যে যোগ্য বিবেচিতদের নিয়োগে আগামী ১৮ অক্টোবর ঢাকায় একইদিনে একই সেশনে ১ ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা ও ২ ঘণ্টাব্যাপী ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তি অনুযায়ী, বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে এ পরীক্ষা নেওয়া হবে। ১৮ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। সুশৃঙ্খলভাবে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ এবং চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। এক্ষেত্রে বিলম্বে উপস্থিতি কোনো অজুহাতেই গ্রহণযোগ্য হবে না।

প্রবেশপত্র ছাড়া কোনো ধরনের কাগজ, বই, মানিব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক কার্ড (স্মার্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনুরূপ অন্য কোনো কার্ড), ডিজিটাল/স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না। পরীক্ষা চলাকালে উল্লিখিত কোনো কিছু পাওয়া গেলে কিংবা কোনো ধরনের অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে উক্ত পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম

বিজ্ঞাপন


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission