ঢাকারোববার, ২৯ জুন ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২

সাংসদ রানার জামিন স্থগিতের মেয়াদ বাড়লো

মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭ , ০২:১৫ পিএম


loading/img

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর রহমান খান রানার জামিন স্থগিতের মেয়াদ বাড়লো। হাইকোর্টের দেয়া জামিন আসছে ৮ মে পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সাংসদ রানার জামিন স্থগিত করে এ আদেশ দেন। একইসঙ্গে ওই দিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বিষয়টি শুনানির জন্য পাঠিয়ে দেয়া হয়েছে।

এর আগে গেলো রোববার চেম্বার বিচারপতি ১৮ এপ্রিল পর্যন্ত হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে শুনানির দিন ঠিক করেছিলেন। মঙ্গলবার বিষয়টি শুনানির জন্য ওঠে।

বিজ্ঞাপন

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আমানুর রহমান খানের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও আইনজীবী রুশো মোস্তফা।

জামিন স্থগিতের মেয়াদ বাড়ায় মুক্তি পাচ্ছেন না সাংসদ রানা। তিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে গেলো ৩০ মার্চ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রানার জামিন প্রশ্নে দেয়া রুল উত্থাপিত হয়নি বলে খারিজ করে দেন। এরপর ২ এপ্রিল বিচারিক আদালতে আমানুর জামিন আবেদন করলে তা নামঞ্জুর হয়। এর বিরুদ্ধে ৪ এপ্রিল হাইকোর্টে আবেদন করেন তিনি। পরে ১৩ এপ্রিল শুনানি নিয়ে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দেন।

বিজ্ঞাপন

২০১৩ সালের ১৮ জানুয়ারি মুক্তিযোদ্ধা ফারুক আহমেদকে গুলি করে হত্যা করা হয়। এর ৩ দিন পর তার স্ত্রী অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামিদের করে মামলা করেন। গেলো বছরের ৩ ফেব্রুয়ারি সাংসদ রানা, তার ৩ ভাইসহ ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর ১৮ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেন আমানুর।

বিজ্ঞাপন

এইচটি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |