ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

পিএসএলে দল পেলেন লিটনসহ আরও দুই বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ , ০৬:৪৭ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরকে সামনে রেখে লাহোর ফোর্টে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। যেখানে রয়েছে ৩৯ বাংলাদেশি ক্রিকেটারের নাম। এর মধ্যে দল পেয়েছেন রিশাদ হোসেন, নাহিদ রানা ও লিটন রানা।

বিজ্ঞাপন

সিলভার ক্যাটাগরি থেকে রিশাদকে দলে ভিড়িয়েছে লাহোর ক্যালান্দার্স। এই ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিকের পরিমাণ ২৫ হাজার ডলার। আর গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা। তার পারিশ্রমিকের পরিমাণ ৫০ হাজার ডলার। বাংলাদেশি এই স্পিড স্টারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি।

এ ছাড়াও সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ পড়া লিটন দাস। তার পারিশ্রমিকের পরিমাণ ২৫ হাজার ডলার। এই উইকেটকিপার ব্যাটারকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। 

বিজ্ঞাপন

এ দিকে প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। এই দুজনই প্রথম ডাকে অবিক্রিত থেকেছেন। তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

প্রথম ডাকে দল না পাওয়া ক্রিকেটারদের এখনই সুযোগ শেষ হয়নি। ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে তাদের দলে নেয়াার সুযোগ থাকবে পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |