ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

নীলফামারীতে রেললাইনের ক্লিপ খোলার সময় আটক ২

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০২ এপ্রিল ২০২৪ , ১২:১৪ পিএম


loading/img
ছবি : আরটিভি

নীলফামারীতে রেললাইনের ফিসপ্লেট ক্লিপ খোলার সময় দুজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বাসিন্দারা। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সৈয়দপুর রেলওয়ে পুলিশের ওসি এম নুরুল ইসলাম।

এর আগে সোমবার রাতে সোনারায় ইউনিয়নের খয়রাত নগর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন সোনারায় ইউনিয়নের জয়চন্ডী পুটিহাট এলাকার শহিদুল ইসলামের ছেলে আল আমিন (২৬) ও উত্তর মুসশুর কুখাপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেন ওরফে বেলাল। 

বিজ্ঞাপন

স্থানীয়রা বলছেন, ফিসপ্লেট ক্লিপ খোলার শব্দ পেয়ে দুজনকে হাতেনাতে ধরা হয়েছে। তবে রেললাইনের ফিসপ্লেট ক্ষতিগ্রস্ত না হওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। 

পুলিশ সূত্রে জানা যায়, তারা দুজন রাতে রেললাইনের ফাঁকা জায়গায় ক্লিপ খুলছিলেন। এ সময় স্থানীয়রা বুঝতে পেয়ে তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। 

এ বিষয়ে ওসি এম নুরুল ইসলাম বলেন, তাদের দুজনের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |