সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।
এর আগে, হাবিবুল আউয়ালকে আদালতে তুলে মামলার তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে শুনানিতে সাবেক এই সিইসি বলেন, ২০২৪ সালের নির্বাচন ডামি নির্বাচন ছিল। এটি ছিল প্রহসনের নির্বাচন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ার কারণেই এমনটা হয়েছে।
এ সময় আদালত তাকে প্রশ্ন করেন, তাহলে আপনি পদত্যাগ করলেন না কেন? জবাব এড়িয়ে হাবিবুল আউয়াল বলেন, অতীতে কোনো সিইসি পদত্যাগ করেননি।
এর আগে, বিএনপির করা মামলায় বুধবার (২৫ জুন) দুপুরে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই মামলায় গত ২২ জুন আরেক সাবেক সিইসি কে এম নূরুল হুদাকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর শেরেবাংলা নগর থানায় গত ২২ জুন বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনের নাম উল্লেখ করে মামলা করে বিএনপি।
উল্লেখ্য, ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিইসি হিসেবে দায়িত্ব পালন করেন কাজী হাবিবুল আউয়াল। কমিশনার ছিলেন মো. আলমগীর, আনিছুর রহমান, বেগম রাশিদা সুলতানা ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।
আরটিভি/আরএ -টি