ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

সাবেক সিইসি নুরুল হুদা ফের রিমান্ডে

আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ জুন ২০২৫ , ০৪:৫২ পিএম


loading/img
ফাইল ছবি

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ এ আদেশ দেন।

রাষ্ট্রদ্রোহ ও অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন দেওয়ার অভিযোগে করা মামলায় তার রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বিজ্ঞাপন

এর আগে, এদিন দুপুরে নূরুল হুদাকে আদালতে আনা হয়। পরে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুজ্জোহা সরকার। শুনানি শেষে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রহসনের নির্বাচন করার অভিযোগে ২৪ জনের নাম উল্লেখ করে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান। 

মামলায় ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কে এম নূরুল হুদা ও ২০২৪ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়।

বিজ্ঞাপন

এরপর গত ২২ জুন নূরুল হুদাকে এবং ২৫ জুন হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে পুলিশ। 

বিজ্ঞাপন

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |