ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

মেসির জোড়া গোলে বার্সার দুরন্ত জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ১৬ এপ্রিল ২০১৭ , ০৯:৫৬ এএম


loading/img

লিওনেল মেসির জোড়া গোলে স্প্যানিশ লা লিগায় রিয়াল সোসিয়েদাদকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা।

বিজ্ঞাপন

ক্যাম্প ন্যু'তে খেলার ১৭ মিনিটে দূরপাল্লার শটে বার্সেলোনাকে লিড এনে দেন মেসি। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন ম্যাজিক বয়। ৪২ মিনিটে স্যামুয়েল উমতিতির আত্মঘাতী গোলে ব্যবধান কমায় সোসিয়েদাদ। তবে দু’মিনিট পরই ৩-১ করেন পাকো আলকেচার। প্রথমার্ধের শেষ মুহূর্তে জাবি প্রিয়েতোর গোলে ফের ব্যবধান কমায় সোসিয়েদাদ।

এ জয়ে এক ম্যাচ বেশি খেলে শীর্ষদল রিয়াল মাদ্রিদ থেকে তিন পয়েন্ট পিছিয়ে ব্লাউগ্রানারা।

বিজ্ঞাপন

এদিকে স্পোর্টিং গিজনকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা দৌড়ে আরো এগিয়েছে রিয়াল মাদ্রিদ। লস-ব্লাঙ্কোজদের হয়ে জোড়া গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার ইসকো। অন্যটি আলভারো মোরাতার। আর গিজনের পক্ষে গোল দুটি করেন দুহে কপে ও মিকেল ভেসগা আরুতি।

অন্যদিকে, ওসাসুনাকে ৩-০ গোলে হারিয়ে তৃতীয় স্থান সংহত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। কারাসকোর জোড়া গোলের সঙ্গে ফিলিপে লুইস করেন বাকিটা।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |