ইতিহাস গড়ে জিতলো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭ , ০৫:১২ পিএম


ইতিহাস গড়ে জিতলো শ্রীলঙ্কা

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ জিম্বাবুয়ের কাছে ৩-২ ব্যবধানে হারের পর একমাত্র টেস্টেও হারের মুখে পড়েছিল শ্রীলঙ্কা। তবে পঞ্চম দিনে নিরোশান ডিকভেলা ও অসেলা গুনারত্নের ব্যাটিং নৈপুণ্যে ৪ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে লঙ্কানরা।

বিজ্ঞাপন

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সফরকারীদের দেয়া ৩৮৮ রানের লক্ষ্য স্বাগতিকরা টপকেছে ৬ উইকেট হারিয়ে। শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে সবচে’ বেশি রান তাড়া করে জেতার রেকর্ড এটি। আর ১৪০ বছরের টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে রান তাড়া করে বড় জয়ের পঞ্চম রেকর্ড। চতুর্থ ইনিংসে বড় রান তাড়া করে উপমহাদেশের কোনো দলের জয়ও এটি।

শ্রীলঙ্কার ইতিহাস গড়া জয়ে মূল অবদান ষষ্ঠ উইকেটে ডিকভেলা-গুনারত্নের ১২১ রানের জুটির। এর আগে খাদের কিনারে ছিল শ্রীলঙ্কা।

বিজ্ঞাপন

চতুর্থ দিনের ৩ উইকেটে ১৭০ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে ২০৩ রানের মধ্যে আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথুসকে হারায় স্বাগতিকরা। তবে ষষ্ঠ উইকেটে ১২১ রানের মূল্যবান জুটিতে জয়ের ভিত গড়ে দেন ডিকভেলা ও গুনারত্নে।

দলীয় ৩২৪ রানে ৮১ করে আউট হন ডিকভেলা। তবে দিলরুয়ান পেরেরার সঙ্গে ৬৭ রানের জুটি গড়ে জয় তুলে মাঠ ছাড়েন গুনারত্নে। পেরেরা ২৯ ও গুনারত্নে ৮০ রানে অপরাজিত থাকেন।

জিম্বাবুয়ের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট নেন গ্রায়েম ক্রেমার। এছাড়া ২ উইকেট শিকার করেন শেন উইলিয়ামস। 

বিজ্ঞাপন

লড়াকু ইনিংস খেলে ঐতিহাসিক জয় এনে দিয়ে ম্যাচসেরা হয়েছেন অসেলা গুনারত্নে।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission