ঢাকামঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

করোনায় আক্রান্ত নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৮ জুন ২০২৫ , ০২:২১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে সৌদি আরবের ক্লাব আল হিলাল থেকে নিজ দেশের ক্লাব স্যান্টোসে যোগ দিয়েছেন নেইমার। নিজের পুরনো ক্লাবে যোগ দিয়ে ছন্দে ফেরার চেষ্টা করছিলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। তার মাঝেই ধাক্কা খেলেন তিনি। করোনায় আক্রান্ত হয়েছেন নেইমার। 

বিজ্ঞাপন

ফুটবল সাংবাদিক ফাব্রিজিয়ো রোমানো ব্রাজিল তারকার আক্রান্ত হওয়ার খবর প্রথম দিয়েছেন। পরে স্যান্টোসও একটি বিবৃতিতে এই কথা নিশ্চিত করেছে। আপাতত পরিবার থেকে নিভৃতবাসে রয়েছেন নেইমার। 

ইনস্টাগ্রামে নেইমারের আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে রোমানো লেখেন, নেইমার কোভিড আক্রান্ত হয়েছেন। স্যান্টোস তাদের বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার তার শরীরে উপসর্গ দেখা যায়। ফলে অনুশীলন করেননি তিনি। সোমবার (৯ জুন) আবার পরীক্ষা করে দেখা হবে।

বিজ্ঞাপন

গত কয়েক বছর চোট ভুগিয়েছে নেইরকে। সৌদির ক্লাব আল হিলালে গত মৌসুমে সব মিলিয়ে কয়েক ঘণ্টা খেলেছিলেন তিনি। ফলে তাকে এ বার আর ক্লাব ধরে রাখেনি। কঠিন সময়ে ছোটবেলার ক্লাব স্যান্টোসে ফিরে গিয়েছেন নেইমার। এই ক্লাবে খেলেই পরিচিতি পান তিনি। 

স্যান্টোসে শুরুটা ভালই করেছিলেন নেইমার। ১২ ম্যাচ খেলে তিন গোলের পাশাপাশি তিন অ্যাসিস্ট রয়েছে তার। পরের বছর ফুটবল বিশ্বকাপ। তার আগে ছন্দে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু তার মাঝে আবার ধাক্কা খেলেন ব্রাজিলের এই পোস্টারবয়। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট ৭১৭টি ম্যাচ খেলে ৪৩৯টি গোল করেছেন নেইমার। পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ২৭৯টি। অর্থাৎ, সব মিলিয়ে ৭১৭ ম্যাচে ৭১৮ গোলে অবদান রয়েছে নেইমারের। ব্রাজিলের হয়েও সবচেয়ে বেশি গোল ৭৯ টি করেছেন তিনি। ২০২৩ সালে ব্রাজিলের কিংবদন্তি খেলোয়াড় পেলের ৭৭ গোল ছাড়িয়ে যান নেইমার।    

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |