ঢাকামঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

মাদক ব্যবসায়ীদের গুলির নির্দেশ দিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ২৩ জুলাই ২০১৭ , ০৯:৩৭ পিএম


loading/img

ইন্দোনেশিয়ায় ভয়াবহভাবে ছড়িয়ে পড়া মাদকের বিস্তাররোধে মাদক পাচারকারীদের গুলি করার নির্দেশ দিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উয়িদোদো।

বিজ্ঞাপন

ইন্দোনেশিয়ার একটি রাজনৈতিক দলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া ভাষণে উয়িদোদো শুক্রবার রাতে এ নির্দেশ দেন।

এ বিষয়ে তিনি বলেন, দৃঢ় হোন, বিশেষভাবে বিদেশি মাদক পাচারকারীদের বিষয়ে। যারা এ দেশে প্রবেশ করে গ্রেপ্তার ঠেকানোর চেষ্টা করছে। তাদের গুলি করুন, কারণ আমরা এখন বস্তুত মাদকসংক্রান্ত জরুরি অবস্থার মধ্যে আছি।    

বিজ্ঞাপন

উয়িদোদোর এ বক্তব্যকে ফিলিপাইনের প্রেসিডেন্ট দুতার্তের নির্দেশের সঙ্গে তুলনা করা হচ্ছে।

এক বছর ধরে কঠোর মাদকবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছেন দুতার্তে। এ অভিযানে ফিলিপাইনের বহু কথিত মাদক ব্যবসায়ী নিহত হন।

মাদকসংক্রান্ত বিষয়ে ইন্দোনেশিয়া আইনকানুন অত্যন্ত কঠোর।

বিজ্ঞাপন

আদালত যেসব মাদক পাচারকারীকে মৃত্যুদণ্ড দিয়েছিল তাদের দণ্ড কার্যকর করার নির্দেশ দিয়ে এর আগে সমালোচিত হয়েছিলেন উয়িদোদো।

মৃত্যুদণ্ড রহিত করার জন্য অধিকার আন্দোলনকারীরা ও বিশ্বের বেশ কয়েকটি সরকার ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে।
 

এপি/জেএইচ

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |