• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

দিনে কতটুকু লবণ খাবেন, কীভাবে খাবেন জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ আগস্ট ২০২০, ১৩:১৩
Salt
লবণ: ফাইল ছবি

রান্না করতে হলে লবণ লাগেই। তবে বেশি লবণ খাবারের স্বাদ যেমন নষ্ট করে, তেমনই স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। দেখে নিন, ঠিক কতটা লবণ প্রতিদিন খাওয়া জরুরি।

লবণ শুধু রান্নার স্বাদই বাড়ায় না, শরীরের পক্ষেও অত্যন্ত উপযোগী। লবণ কিছু গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ থাকে যা শরীরে ইলেক্ট্রোলাইটস হিসেবে কাজ করে। এটি স্নায়ুতন্ত্র, মাংসপেশির কাজ ও শরীরে তরলের মাত্রা ঠিক রাখে। কিন্তু লবণ বেশি খেলে রক্তচাপ বেড়ে যেতে পারে, হতে পারে হার্টের রোগও। তাই খাবারে লবণ মেশান ঠিকই কিন্তু বুঝে সুঝে।

তাই বলে আবার অসুস্থ হওয়ার ভয়ে লবণ খাওয়া একেবারে কমিয়ে দেয়া ঠিক হবে না। যতক্ষণ না চিকিৎসক আপনাকে লবণ খাওয়া কমাতে বলছেন, ততক্ষণ কোনও ভয় নেই। তবে অনেকেরই ধারণা, লবণ অত্যন্ত অস্বাস্থ্যকর। অনেকে জানেন না, শরীরে লবণ অর্থাৎ সোডিয়াম কমে গেলে নানারকম সমস্যা হতে পারে। ক্ষুদ্রান্ত্র, মাংসপেশির সমস্যা, পেটের গোলমাল, বমি ও হার্ট ফেলিওরের মতো অসুস্থতা অসম্ভব নয়। এমনকি মস্তিষ্কের কার্যকলাপেও সোডিয়ামের কমে যাওয়া প্রভাব ফেলতে পারে।

আবার শরীরে যদি লবণ বেশি যায় তবে অস্টিওপোরোসিস, কিডনির সমস্যা ও রক্তচাপ বাড়তে পারে। আর রক্তচাপ থেকে শুরু হয় হৃদযন্ত্রের সমস্যা। এখন বাজারে নানা ধরনের লবণ পাওয়া যায়, যেমন টেবল সল্ট, কোশের সল্ট, সি সল্ট, পিঙ্ক হিমালয়ান সল্ট ইত্যাদি।

রান্নার জন্য মূলত ব্যবহার হয় টেবল সল্ট। এই লবণে আয়োডিন ভরপুর। তবে পুষ্টির কথা ভাবলে সব থেকে ভালো সি সল্ট ও হিমালয়ান সল্ট। তবে তার মানে এই নয়, এই লবণ ইচ্ছেমত খেতে পারেন। যে লবণ খান, সবগুলোতেই সোডিয়াম রয়েছে, তাই সোডিয়ামের মাত্রা নিয়ে একটু সাবধান হতে হবে।

রান্না করা খাবারে লবণ ছিটিয়ে খাওয়া অত্যন্ত অস্বাস্থ্যকর। আলাদা করে মেশানো ওই লবণ সহজে হজম হয় না, ফলে পেটের সমস্যা হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, প্রাপ্তবয়স্করা প্রতি দিন ৫ গ্রাম পর্যন্ত লবণ খেতে পারেন। ২ বছর থেকে ১৫ বছরের ছেলে-মেয়েদের শরীরে লবণের মাত্রা তাদের শারীরিক প্রয়োজনের ওপর নির্ভর করে। প্রতিদিনের লবণে আয়োডিন থাকা অবশ্যই উচিত, তা মস্তিষ্কের বিকাশ ঘটায়।

সূত্র- এবিপি আনন্দ।

আরও পড়ুন: করোনার এই সময় প্রাণ বাঁচাতে পারে অক্সিমিটার? কীভাবে জানুন


জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাদা নয়, গোলাপি লবণ সংগ্রহে যত অদ্ভুত রহস্য!
উপকূলে লবণ উৎপাদন শুরু, দাম নিয়ে হতাশ চাষি
চুরির অপবাদে মারধর, ক্ষত স্থানে ছিটানো হয় লবণ-মরিচের গুঁড়া
লবণভর্তি ট্রাকে মিলল ৩২ হাজার ইয়াবা, আটক ২