• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo

সামান্য চেষ্টায় দূর হবে কনুইয়ের কালচে ভাব

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ সেপ্টেম্বর ২০২০, ১০:১৯
An attempt to remove the blackness of the elbow
কনুইয়ের কালচে ভাব দূর করার প্রচেষ্টা

শরীরের পুরো ত্বক চকচকে কিন্তু কনুইটা কালচে। এই নিয়ে মন খারাপ? চিন্তার কারণ নাই, যদি রোদে পুড়ে, ঘর্ষণের ফলে কনুই কালচে হয় প্রাকৃতিক উপায়ে তা দূর করতে পারবেন। কনুইয়ের কালচে ভাব দূর করতে হলে সহজ কতগুলো ঘরোয়া উপায় বেছে নিন। এজন্য ব্যবহার করতে হবে চিনি আর পাতিলেবু।
যেভাবে কনুইয়ের কালচেভাব দূর করবেন-

একটা লেবুকে দুই ভাগে কেটে নিন। এর পর প্রতিটি ভাগে কিছুটা করে চিনি ছড়িয়ে দিন।

এরপর এই লেবুগুলো খুব ভালো করে দুই কনুইতে ঘষে নিন।

কিছুক্ষণ বিরতি দিন। এবার দই ও বেসন মিশিয়ে নিন একটি পাত্রে। সেটি প্রয়োগ করুন।

কনুইতে এই লেপ লাগিয়ে শুকিয়ে নিন। ঘষে ঘষে তুলে ফেলুন। এভাবে পর পর সাতদিন করলেই পার্থক্য বুঝবেন।

সূত্র- নিউজ ১৮ বাংলা।

আরও পড়ুন: বাড়িতে বসে পার্লারের মতো নখে আনুন চমক, রইলো টিপস

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ট্রেস কমানোসহ গরম পানির রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা
ওসিকে কনুই দিয়ে ধাক্কা, এএসআই চাকরিচ্যুত