কানের ময়লা পরিষ্কারে খোঁচাখুঁচি করলেই বিপদ, যা করবেন
করোনাকালে অনেকেই বাইরে ঠিকমতো বের হন না, চিকিৎসকের কাছে যেতেও ভয় পাচ্ছেন। তাই বলে তো কান পরিষ্কার করা থেমে থাকতে পারে না। তাইতো একাকী কান পরিষ্কার করছেন। তবে কান খোঁচানোর বা বাডস ব্যবহারের অভ্যাস ডেকে আনতে পারে বড়সড় বিপদ।
ভারতীয় নাক-কান-গলা চিকিৎসক অর্জুন দাশগুপ্ত বলেন, চিকিৎসকরা ইয়ার বাডস ব্যবহার করতে নিষেধ করেন। কানে যে ওয়্যাক্স বা ময়লা তৈরি হয়, তা চোয়ালের নাড়াচাড়াতেই বেরিয়ে আসে। কানের সমস্যা থেকে জটিলতা বেড়ে মস্তিষ্কে প্রভাব পড়তে পারে। তাই কানে কিছু অস্বস্তি হচ্ছে মনে হলেই আঙুল দিয়ে খোঁচাখুঁচি, বাডস ব্যবহার করা যাবে না।
কানে যা ব্যবহার করা যাবে না
কোনো বাডস জাতীয় জিনিস ব্যবহার করা যাবে না। এতে সংক্রমণও হতে পারে, কানের প্রাচীরে আঘাত লাগতে পারে, বাডস ভেঙে ভেতরে রয়ে যেতে পারে, যা মারাত্মক বিপজ্জনক। বাডসের তুলো থেকেও সংক্রমণ হতে পারে। কান অযথা খোঁচাখুঁচি করলে শ্রবণশক্তির সমস্যা হতে পারে।
তবে যাদের কানে ওয়্যাক্সের পরিমাণ বেশি, সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ হলো-
অলিভ অয়েল বা জলপাই তেল দিয়ে ভিজিয়ে রাখুন। অলিভ অয়েল ওয়্যাক্স জাতীয় পদার্থকে গলিয়ে নরম করে। ফলে ময়লা বেরিয়ে যায়।
কানে পানি ঢুকেছে মনে হলে তোয়ালের মাধ্যমে যতটা মুছে নেওয়া যায়, মুছে নিন। বাকিটা ঠিক সময়মতো বেরিয়ে যাবে।
সূত্র- আনন্দবাজার পত্রিকা।
জিএ
মন্তব্য করুন