ঢাকারোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

কেমন যাবে মকর রাশির ২০২১ সাল?

জ্যোতিষ শাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত

শুক্রবার, ০১ জানুয়ারি ২০২১ , ০১:১৬ পিএম


loading/img

মকর চর মৃত্তিকা রাশি। অধিপতি গ্রহ শনি। প্রতীক একটি জলমগ্ন বিচিত্র জলচর প্রাণী, যার অর্ধেকটা মাছের মতো আর অর্ধেকটা সুর বিশিষ্ট পশুর মতো। রাশি পতি শনি দুঃখবাদী, সংস্কার বিরোধী, ত্যাগী, অলস, সংযমী, দূরদৃষ্টি ও পরিণামদর্শী। জাতক-জাতিকা সৎ একনিষ্ঠ, বিশ্বস্ত ও আস্থাভাজন। তবে শনি অশুভ হলে জাতক-জাতিকা হবেন অসৎ, স্বার্থপর, আত্মকেন্দ্রিক, লোভী, কৃপণ ও কুকর্মকারী। জীবনে মকর রাশির জাতক-জাতিকা অত্যন্ত সতর্ক, সাবধানী হওয়ার কারণে সন্দেহ প্রবণ ও খুঁতখুঁতে স্বভাবের হন। জাতক-জাতিকার মধ্যে আলস্য প্রবণতা দেখা দেওয়ার কারণে অল্প বয়সে এদের জীবনে কোনো সাফল্য আসে না। অধিকাংশ মকর রাশির জাতক-জাতিকার জীবনে মধ্য বয়সের পর সাফল্য আসতে শুরু করে।

বিজ্ঞাপন

২০২১ সালে রাশিতে রাশিপতি শনি ও বৃহস্পতির সংযোগের ফলে জাতক-জাতিকার জীবনে ব্যাপক পরিবর্তনের বছর। এ বছর যদি আপনার জীবনের গাড়ি গতি না পায় তা হলে এটা আপনার জন্য দুর্ভাগ্যজনক। সার্বিক গ্রহাবস্থানের কারণে বছরের শুরুতেই পরিবর্তনের ধারা শুরু হবে। বহু হতাশা নিরাশা আর ব্যার্থতাকে জয় করে সফলতার পথে হাটতে শুরু করার বছর।

বিভিন্ন রাশিতে গ্রহের অবস্থান ও গ্রহ সঞ্চারের ফলে কেমন হতে পারে মকর রাশির জাতক-জাতিকার সাল ২০২১। আসুন জানার চেষ্টা করি।

বিজ্ঞাপন

শরীর স্বাস্থ্য: শরীর স্বাস্থ্যর উন্নতি ও ভগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধারের বছর। শুভ বৃহস্পতি ও রাশিপতির সংযোগে মানসিক উন্নতি ও কাজ কর্মে অগ্রগতির যোগ। জাতিকাদের রূপ লাবণ্য বৃদ্ধি পাবে। আপনার ব্যক্তিত্ব এক অসামান্য উচ্চতায় পৌঁছে যাবে। মকর রাশির জাতক-জাতিকার জন্য এপ্রিল মধ্য থেকে মে এর মধ্য পর্যন্ত সময় হবে ঝামেলা পূর্ণ।

টাকা পয়সা: টাকা পয়সা ও আয় রোজগারের জন্য ২০২১ সাল মধ্যম। তবে রহস্যজনক বহু উৎস থেকে আয় রোজগার হবে। মে মাসের পর থেকে সেপ্টেম্বর মাসের মধ্যভাগ পর্যন্ত আয় রোজগার বৃদ্ধির সুযোগ আসবে। আয়ের প্রতিটি সুযোগকে কাজে লাগাতে চেষ্টা করবেন। সঞ্চয়ের জন্য বছরের মধ্যভাগ সবচেয়ে অনুকূল থাকবে।

যোগাযোগ: এ বছর সকল প্রকার যোগাযোগে আপনাকে সতর্ক হতে হবে। রাশিপতি শনির যোগাযাগে দৃষ্টি বাধা বিপত্তির সৃষ্টি করতে পারে। ছোট ভাই-বোনের জন্য অর্থ ব্যয় করেও কোনো লাভ হবে না। অনলাইন ব্যবসা বাণিজ্যে কাঙ্ক্ষিত লাভ পেতে সমস্যা হবে। গার্মেন্টস ও কলকারখানার ব্যবসায় প্রত্যাশিত উৎপাদন ব্যাহত হবে।  

বিজ্ঞাপন

গৃহ সুখ শান্তি ও যানবাহন: বছরের শুরুতেই গৃহ সুখের কারক গ্রহ শুভ ও বলবান থাকাতে এ বছর একাধিক গৃহ ভূমি ও যানবাহন লাভের সুযোগ আসবে। পরিবার পরিজনের সাহায্য সহযোগিতা পাবেন। সরকারি চাকুরেদের আবাসন লাভ বা আবাসন সংক্রান্ত ঋণ লাভের চেষ্টা সফল হবে। নতুন নতুন আত্মীয়তা বৃদ্ধির সম্ভাবনা। মায়ের শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হবে।

বিজ্ঞাপন

প্রেম ভালোবাসা: প্রেম ভালোবাসায় সফল হওয়ার বছর। বিদেশিনী কারো প্রণয় প্রার্থী হতে পারেন। শিল্পী ও কলাকুশলীদের আয় রোজগারে হবে অগ্রগতি। হারানো প্রেম ফিরে আসবে। সন্তান লাভের বছর। উচ্চ শিক্ষায় সফল হবেন। পেতে পারেন জাতীয় পুরস্কারও।

রোগ ব্যাধি ও শত্রু: এ বছর শরীর স্বাস্থ্য তুলনামূলক ভালো যাবে। বাতের ব্যাথা ও শ্বাস-কষ্টের পীড়া রক্তচাপ বিষয়ে সতর্ক থাকবেন। কর্মস্থলে এ বছর সহকর্মীদের মন জয় করতে সক্ষম হবেন। ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারীদের সাহায্য আপনার আয় রোজগারকে বাড়িয়ে দেবে। বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা কম।

জীবন সাথী: অবিবাহিতদের বিয়ের বছর। জীবন সঙ্গী চাকুরে হতে পারে। দাম্পত্য সুখ শান্তি ও ব্যবসায় সাফল্য লাভ করবেন। অংশীদারি কাজ কর্মে এ বছর কাঙ্ক্ষিত লাভের আশা রয়েছে। অনেকের আবার দ্বি-বিবাহের মতো ঘটনাও ঘটতে পারে।

ঋণ বা নিধন: ঋণ পরিশোধের বছর। নতুন করে বড় ধরনের ঋণের ফাঁদে পরার আশঙ্কা নেই বললেই চলে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে বুদ্ধির দোষে কিছু লোকসান করতে পারেন। একাধিক আত্মীয় ও বন্ধু বিচ্ছেদের বছর। ব্যাংক এর সাহায্যে ব্যবসাকে প্রসারিত করতে পারবেন।

ভাগ্য উন্নতি বা বিদেশ যাত্রা: ভাগ্যস্থানে রাহু ও বৃহস্পতির দৃষ্টির ফলে এ বছর উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার চেষ্টা সফল হবে। আয় রোজগার বা বৈদেশিক ব্যবসার কারণে একাধিকবার বিদেশ ভ্রমণের যোগ। বয়স্কদের তীর্থ ভ্রমণে সতর্ক থাকতে হবে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত হয়ে কিছু অর্থ ব্যয় করতে পারেন। ভাগ্য বিদেশেই বলবান।

কর্মজীবন: রাশিপতির কর্মে দৃষ্টি থাকাতে এ বছর চাকরিজীবীদের জন্য বাধা বিপত্তির পর সাফল্যের। বেকারদের চাকরির ব্যবস্থা হলেও তা মনের মতো হবে না। রাজনৈতিক ক্ষেত্রে সফল হতে পারবেন। সরকারি চাকুরেদের পদোন্নতির জন্য তদবিরে সাফল্য লাভের সুযোগ রয়েছে। পিতার সঙ্গে কিছু বিষয়ে ভুল বোঝাবুঝি অব্যাহত থাকবে।

আয় রোজগার: আয়ের গৃহে কেতু ও দশম পতি শুক্রর প্রভাবে কর্মক্ষেত্রে রহস্যজনক উৎস থেকে আয়ের যোগ বলবান। এ বছর উপরি আয়ের সুযোগ আসবে। তবে বড় ভাই বোন ও বন্ধুদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। বিপরীত লিঙ্গের বন্ধুর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে যেতে পারেন তাই সতর্ক থাকুন। বন্ধুর দ্বারা প্রতারিত হওয়ার যোগ।

বিদেশ বাস বা ভ্রমণ: রাহুর দৃষ্টি রাশিতে পড়ায় এ বছর বিদেশ ভ্রমণে সফল হবেন। তবে সরকারি চাকুরেদের বিদেশ ভ্রমণের সময়। বছরের মধ্যভাগ থেকে বিদেশ যাত্রায় অগ্রগতি। আইনগত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন। উচ্চ শিক্ষার্থে কিছু বাড়তি অর্থ ব্যয়ের যোগ।

বছরটি মকর রাশির জাতক-জাতিকার জন্য সাফল্যর। সকল প্রকার জটিলতা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার বছর। পাছে লোকে কি বলে না বলে তা নিয়ে পড়ে থাকার সময় নয়। ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য প্রসারের চিন্তা করা উচিৎ। চাকরিজীবীদের কর্মস্থল পরিবর্তন ও পদোন্নতির সুযোগ আসবে। যাদের জন্ম সময়ে চন্দ্র মকর রাশিতে ছিলো তারা এ বছর বিগত তিন বছরের সকল বাধা বিপত্তি হতাশা নিরাশা ও আর্থিক ক্ষতি কটিয়ে উঠতে পারবেন। গ্রহ প্রতিকূলতা পরিহারে আপনি শনির প্রতিকার করতে পারেন। আয় ও বড় ভাই বোন বন্ধুর গৃহে কেতু ঝামেলা সৃষ্টি করবে, আর্থিক ক্ষতি ও সম্পর্ক নষ্ট থেকে রক্ষা পেতে ক্যাটস আইও সঙ্গে ধারণে সুফল আশা করা যায়।

২০২১ সালে সকলের মঙ্গল কামনায় আপনাদের জ্যোতিষ।

প্রয়োজনে- ০১৭১৬-৬০৮০৮২।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |