ঢাকাশনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

জ্যোতিষীর চোখে আপনার বর্তমান সপ্তাহটি কেমন যাবে

জ্যোতিষশাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত

বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১ , ০৬:৩৭ পিএম


loading/img
জ্যোতিষশাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত

আগামী ২৫ জুন ২০২১ থেকে ১ জুলাই ২০২১ কেমন যাবে ১২ টি রাশির জাতক-জাতিকার। এ নিয়ে লিখেছেন জ্যোতিষশাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত।

বিজ্ঞাপন

এ সপ্তাহে মহাকাশের গ্রহ সমূহের মধ্যে বুধের বৃষ রাশিতে অবস্থান রবির মিথুন রাশিতে অবস্থান। শুক্রর কর্কট রাশিতে অবস্থান। মঙ্গলের কর্কট রাশিতে নীচাবস্থান। রাহুর বৃষ রাশিতে ও কেতুর বৃশ্চিক রাশিতে অবস্থান। শনি গ্রহ মকর রাশিতে বক্রী ও বৃহস্পতির কুম্ভ রাশিতে বক্রগতী ও নেপচুনের ২৫ জুন বক্রগতি ও কুম্ভে অবস্থান। ইউরেনাসের মেষ রাশিতে অবস্থান। চন্দ্রর ধনু মকর কুম্ভ ও মীন রাশিতে অবস্থান ১২ রাশির জাতক-জাতিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

আসুন জানার চেষ্টা করি ১২ রাশির জাতক-জাতিরকার বর্তমান সপ্তাহটি কী কী পরিবর্তন নিয়ে আসবে।

বিজ্ঞাপন

মেষ রাশি (২১ মার্চ থেকে ২০ এপ্রিল): দম বন্ধ পরিবেশ থেকে সপ্তাহের শুরুতেই শিক্ষার্থীরা রক্ষা পেতে পারেন। জীবন জীবিকার তাগিদে পারি দিতে পারেন বিদেশ বিভুয়ে। বৈদেশিক বাণিজ্যে হবে অগ্রগতি। মধ্যভাগে কর্মস্থলে শনির প্রভাবে দেখা দেবে বাধা বিপত্তি। পিতা ও পদস্থ কর্মকর্তা উভয়েরই সাহায্য আশা করা বৃথা। এমন সময়ে কর্ম পরিবর্তনের সুযোগ নেই বললেই চলে। তাই যে সয় সে রয়। সপ্তাহের শেষার্ধে বড় ভাই-বোনের সাথে দেখা দেবে রহস্যজনক কোনো ঘটনার। বন্ধুর সাথে দূরত্ব বাড়তে পারে। আয় রোজগারের চেষ্টায় সরল পথের চেয়ে বক্র পথে ধনলাভের যোগ প্রবল।সপ্তাহের শেষ হবে ব্যয় বহুল। আর্থ সঞ্চয়ের চেয়ে সঞ্চিত অর্থ ভেঙে চলতে হতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল থেকে ২০ মে): পাওনাদার আর দেনাদারের অত্যাচারে সপ্তাহের শুরুটা হতে পারে বিভীষিকাময়। কোনো স্থাবর সম্পত্তি বন্ধক রেখে টাকা ধার নেয়ার প্রয়োজন হবে। পুরোনো আইনগত জটিলতাগুলো মাথাচাড়া দিয়ে আপনার শান্তি নষ্ট করবে। মধ্যভাগে দৈবের সহায়তায় রক্ষা পেতে পারেন। অন্ধকার জীবনে কোনো শিক্ষক দেবদূত হয়ে এগিয়ে আসবে আলোকবর্তিকা হাতে। পড়াশোনায় আবারো ফিরে আসবে আগ্রহ। কঠিন সময়ে ধর্মীয় অনুশাসন হতে পারে আপনার লড়াই করবার হাতিয়ার। শেষার্ধে কর্মজীবনে ভুল বোঝাবুঝির পরেও সাফল্য পাবেন। কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়েই আসবে পদোন্নতি। পিতার দেয়া আদর্শ মতো চলতে গিয়ে হোঁচট খেতে পারেন। শেষ দিকে আয় রোজগারে অগ্রগতি। বন্ধুর সাহায্য পাবেন প্রতিটি পদক্ষেপে।

মিথুন রাশি (২১ মে থেকে ২০ জুন): সংসার জীবনে জীবন সাথীর প্রেরণা আপনাকে সফল হতে সহায়তা করবে। ব্যবসা বাণিজ্যের গতি ফিরে পাবেন। ব্যবসায়ীক ধরনের পরিবর্তন করতে পারেন। অবিবাহিতর বিয়ের যোগ। মধ্যভাগে সময়টা নানা রকম যান্ত্রিক বিড়ম্বনার। অর্থ ব্যয় করেও শান্তির আশা নেই। ব্যক্তিগত ও ব্যাংকের বকেয়া ঋণ পরিশোধের দায় আপনাকে ভোগাবে। দেখা দেবে মানসিক অশান্তি। শেষার্ধে জীবনে আসতে পারে স্বস্তি। ধর্মীয় ও আধ্যাত্মিক ক্ষেত্রে মানসিক তৃপ্তি লাভের আশা। উচ্চ শিক্ষার জন্য বিদেশ পাড়ি দেয়ার প্রয়োজন হবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে ভাগ্য আপনাকে দেবে রহস্যজনক সুযোগ। শেষ দিকে কর্মস্থলে অগ্রগতির আশা। আটকে থাকা পদোন্নতি প্রভাবশালী ব্যক্তির সহায়তায় পেতে পারেন। পিতার কাছ থেকে ধন লাভের আশা।

বিজ্ঞাপন

কর্কট রাশি (২১ জুন থেকে ২০ জুলাই): শুরুতে শারীরিক ও মানসিক অবস্থা খুব একটা ভালো যাবে না। কাজের বড় বড় পরিকল্পনা থাকার পরেও আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে বাস্তবায়ন হবে অনিশ্চিত। কর্মচারী কাজের লোক বা সহকর্মী কারো দ্বারাই উপকৃত হওয়ার আশা নেই। মধ্যভাগে সংসার জীবনে জীবন সাথীর অসুস্থতা বা দারিদ্র্যতা বড় বাধা হয়ে দাঁড়াবে। অংশীদারি কাজেও আসবে জটিলতা। মধ্যভাগে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে হতে হবে সতর্ক। চালান রক্ষা করতে পারবেন। ঋণ নিয়ে কোনো কাজই করাটা এসময়ে ভালো হবে না। বড় কোনো বিনিয়োগ করতে গিয়ে আর্থিক অবস্থা নাজুক হবে। শেষার্ধে ভাগ্য সহায় হবে। উচ্চ শিক্ষায় সফল হতে পারবেন।   

সিংহ রাশি (২১ জুলাই থেকে ২১ আগস্ট): সন্তানের বিষয়ে চলতে থাকা অনিশ্চয়তা কেটে যাবে। সৃজনশীল ও সৃষ্টিশীল প্রতিভার দ্বারা আয় রোজগার বৃদ্ধি করতে পারবেন। মধ্যভাগে কাজে কর্মে কিছু বাধা দেখা দিতে পারে। কর্মচারী বা সহকর্মীদের কারণে দেখা দেবে জটিলতা। নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে। হাতে পায়ে দেখা দেবে ব্যথা। শেষার্ধে ব্যবসায়ীক অস্থিরতা কমে আসবে। জীবন সাথীর সাথে কোনো সমঝোতা হতে চলেছে। অংশীদারি কাজে সাফল্য লাভ। ব্যবসা বাণিজ্যে কিছু নতুন বিনিয়োগ করতে পারেন। শেষদিকে চিকিৎসা সংক্রান্ত কাজে অগ্রগতি হবে। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক ঋণের চাপ থেকে মুক্ত হতে পারবেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন।

কন্যা রাশি (২২ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর): পারিবারিক জীবনের লালিত স্বপ্নগুলো পূরণের সুযোগ আসবে সপ্তাহের শুরুতেই। জমি জমা সংক্রান্ত বিরোধ বা আত্মীয়ের সঙ্গে বিরোধের বিষয়ে সতর্ক হতে হবে। কর্মস্থলে পদস্থ কর্মকর্তার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। মধ্যভাগে সৃজনশীল কাজে শনির বাধা বিপত্তি আপনাকে ভোগাবে। সন্তানের বিষয়ে দেখা দেবে দুশ্চিন্তা। শিল্পী ও কলাকুশলীদের আয় রোজগারের ক্ষেত্রে সময়টা অনুকূল নয়। প্রেম ও ভালোবাসায় আসবে অনাকাঙ্ক্ষিত বাধা বিপত্তি। শেষার্ধে শারীরিক ও মানসিক শক্তি ফিরে পাবেন। আয় রোজগারের ক্ষেত্রে সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের সাহায্য লাভের আশা। নিজের কৃত ভুল শুধরে নতুন করে সবকিছু আরম্ভ করার সময়। শেষ দিকে দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যে আয় রোজগার বৃদ্ধি।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর): শুরুতেই ছোট ভাই -বোনের বিবাহ শাদীতে অগ্রগতির আশা। গণমাধ্যম কর্মীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। ই-কমার্স ব্যবসায়ীরা আর্থিকভাবে সফল হতে পারবেন। বিদেশ থেকে ভালো কোনো সংবাদ লাভের আশা। মধ্যভাগে পারিবারিক ক্ষেত্রে দেখা দেবে জটিলতা। আত্মীয়ের বিরোধের সম্মুখীন হতে হবে। মায়ের শারীরিক অবস্থা ভালো যাবে না। গৃহস্থালি যন্ত্রপাতি বিকল হয়ে আপনার ব্যয় বাড়িয়ে দেবে। শেষার্ধে প্রেম ভালোবাসা ও উচ্চ শিক্ষায় অগ্রগতি। শিল্পী কলাকুশলীদের বৃত্তি লাভের সুযোগ আসবে। প্রেমের ক্ষেত্রে হবেন সফল। সপ্তাহের শেষ দিকে কর্মস্থলে চলতে থাকা সকল জটিলতা দূর হয়ে যাবে। ব্যবসায়ীক প্রতিবন্ধকতাকে জয় করে নতুন কিছু করা সম্ভব হবে।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর থেকে ২১ নভেম্বর): আর্থিকক্ষেত্রে অগ্রগতি দিয়েই সপ্তাহের শুরু। বকেয়া অর্থ আদায়ের চেষ্টা হবে সফল। খুচরা পাইকারি ব্যবসায়ীদের ব্যবসায়ীক উন্নতির সময়। কিছু অর্থ সঞ্চয়ের চেষ্টা করতে হবে। মধ্যভাগে বৈদেশিক যোগাযোগে বাধা দেখা দেবে। ছোট ভাই- বোনের পারিবারিক জীবনের জটিলতা আপনাকে চিন্তিত করতে পারে। অনলাইন ব্যবসা বাণিজ্যে কাঙ্ক্ষিত আয় রোজগার হবে না। বিদেশ থেকে প্রাপ্ত সুযোগকে কাজে লাগাতে হবেন ব্যর্থ। শেষার্ধে আত্মীয়স্বজন ও বন্ধুদের সাহায্য লাভের আশা। কাঙ্ক্ষিত আয় রোজগারের ক্ষেত্রে সফল হবেন। কর্মস্থলে কোনো প্রত্যাশাপূরণ হতে পারে। সপ্তাহের শেষ দিকে প্রেমে সাফল্য লাভের আশা। সন্তানে পড়াশোনায় অগ্রগতি হবে।

ধনু রাশি (২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর): শুরুতেই আপনার সামাজিক সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। শারীরিকভাবে হবেন চাঙা। সব কাজেই আপনার মেধার সাক্ষর দেখা যাবে। সাংসারিক জীবনে জীবন সাথীর পূর্ণ সাহায্য ও সমর্থন পাবেন। সপ্তাহের মধ্যভাগে আয় রোজগারের ক্ষেত্রে কিছু বাধা আসলেও ট্যাকনিক্যাল কাজে বাধা কমতে শুরু করবে। শ্যালক-শ্যালিকার সাথে হৃদ্যতা বৃদ্ধির সময়। শেষার্ধে বৈদেশিক ক্ষেত্র থেকে লাভবান হবেন। নিজের প্রচার প্রচারণা ও গণসংযোগ বৃদ্ধির সময়। ছোট ভাই বোনের সাফল্যে গর্বিত হবেন। ই-কর্মাসের অর্ডার থেকে লাভবান হতে পারেন। প্রতিবেশীর সাহায্য লাভের আশা। শেষ দিকে পারিবারিক সকল জটিলতা কেটে যাবে। মনের কোনো বাসনা পূরণ হওয়ার সময়।

মকর রাশি (২১ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি): শুরুতেই বৈদেশিক কাজে অগ্রগতির আশা। প্রবাসীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। সাংসারিক কারণে ব্যয় বাড়াতে হবে। আমদানি রপ্তানি বাণিজ্যে সফল হতে পারবেন। সপ্তাহের মধ্যভাগে মানসিকভাবে থাকবেন চাপে। বয়স্কদের শারীরিক পীড়া বৃদ্ধি পেতে পারে। নিজের মধ্যকার সংকীর্ণতাকে পরিহার করতে না পারলে সামাজিকভাবে অপদস্থ হতে পারেন। শেষার্ধে শুভ বৃহস্পতির প্রভাবে আয় রোজগার বৃদ্ধি পাবে। বকেয়া অর্থ আদায়ে হবেন সফল। সঞয়ের ক্ষেত্রে সফল হতে পারবেন। খাদ্য পানিয় ও হোটেল রেস্তোরা ব্যবসায়ীদের লোকসান পুষিয়ে নেয়ার সুযোগ। শেষ দিকে সাংসারিক ক্ষেত্রে প্রবাসী ছোট ভাই-বোনের সাহায্য পাওয়া যাবে। বিদেশ থেকে পাবেন ভালো কোনো সংবাদ। তথ্যপ্রযুক্তির ব্যবহারের দ্বারা সফল হতে পারবেন।     

কুম্ভ রাশি (২১ জানুয়ারি হতে ১৮ ফেব্রুয়ারি): সপ্তাহের শুরুতেই বন্ধুর সাহায্য প্রয়োজন হবে। বড় ভাই-বোনের স্নেহ মমতা পাবেন। আদায় হবে বকেয়া সকল টাকা। ঠিকাদারি ব্যবসায় নতুন কাজের যোগাযোগ হবে। মধ্যভাগে সময়টা আইনগত জটিলতার। প্রশাসনিক ব্যক্তির দ্বারা হয়রানির সম্মুখীন হতে পারেন। অনাকাঙ্ক্ষিত ব্যয় বৃদ্ধি পাবে। সপ্তাহরের শেষার্ধে আপনার হারানো সম্মান ও মর্যাদা ফিরে পাওয়ার সময়। কর্মস্থলে পদোন্নতি হবে। শিক্ষা ও গবেষণামূলক কাজের জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। জীবন সাথীর সাহায্য লাভের আশা। শেষ দিকে আপনার আয় রোজগারের চেষ্টায় সফল হবেন। সঞ্চয়ের চেষ্টায় সফল হবেন। ব্যবসা বাণিজ্যে চলতে থাকা জটিলতা কেটে যাবে। বাড়িতে ভাই-বোনের আগমন হবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ): সপ্তাহের শুরুতেই প্রভাব প্রতিপত্তি ও সম্মান বৃদ্ধির সময়। আয় রোজগারের ক্ষেত্রে প্রভাবশালী লোকের সাহায্য পাওয়া যাবে। গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধির যোগ। মধ্যভাগে আয় রোজগারের ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে। পাওনা টাকা আদায় করা হবে কঠিন। আর্থিকক্ষেত্রে বন্ধুর সাহায্য আশা করতে পারেন। ঠিকাদারি কাজে বাধা দেখা দেবে। শেষার্ধে বৈদেশিক কাজে সফল হতে পারবেন। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। আর্থিকক্ষেত্রে সময় হবে ব্যয় বহুল। সরকারী বিল পরিশোধে আর্থিক সংকটের আশঙ্কা। শেষ দিকে সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে। শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হতে থাকবে। ব্যবসায়ীক ক্ষেত্রে কিছু সুফল আশা করতে পারেন। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধির যোগ।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |