ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

নারী-পুরুষের দেহের অজানা চমকপ্রদ ১৫টি তথ্য

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ :

বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১ , ০৯:১৭ পিএম


loading/img
ফাইল ছবি

নারী-পুরুষের দেহ সংক্রান্ত বেশ কিছু তথ্য রয়েছে যা আমাদের অজানা। এসব তথ্য জানার পর স্বাভাবিকভাবেই চমকে যাবেন সকলে। সৃষ্টির শুরু থেকে নারী-পুরুষের মধ্যে গঠনগত কিছু পার্থক্য রয়েছে। চলুন এবার তাহলে মানুষের দেহ সংক্রান্ত অজানা তথ্যগুলো জেনে নেওয়া যাক-

বিজ্ঞাপন

১. পুরুষদের থেকে বেশি পরিমাণে প্রতিদিন চুল হারান নারীরা। স্বাভাবিকভাবে পুরুষরা প্রতিদিন ৪০টির মতো চুল হারান কিন্তু নারীদের এই চুল হারানোর পরিমাণ ৭০টির মতো।

২. মানুষের শরীরে প্রচুর পরিমাণে লবণ রয়েছে। মানুষের শরীরে থাকা রক্তে লবণের পরিমাণ সাগরে থাকা লবণের সমান।

বিজ্ঞাপন

৩. সাধারণত মানুষ রাতের থেকে বেশি লম্বা হয় সকালে।

৪. মানুষের শরীরের হৃদপিণ্ডের রক্তসঞ্চালনের প্রতিদিনের গড় পরিমাণ ১ হাজার বার।

৫. মানুষের চোখের পাপড়ির আয়ু মাত্র ৫ মাস অর্থাৎ ১৫০ দিন এবং চোখের ভ্রুতে চুলের পরিমাণ প্রায় ৫০০-এর মতো।

বিজ্ঞাপন

৬. একজন মানুষের শরীরে নার্ভের গড় পরিমাণ গড়ে প্রায় ১শ’ বিলিয়ন।

৭. মানুষ কখনোই চোখ খোলা রেখে হাঁচি দিতে পারে না। বিশ্বাস না হলে এখনই যাচাই করে দেখতে পারেন।

৮. মানুষের শরীরে হাড় জমাট বাঁধা কংক্রিটের থেকে অনেক বেশি শক্ত হয়ে থাকে।

৯. শিশু-কিশোর ও তরুণদের জন্য বসন্তকাল অনেক গুরুত্বপূর্ণ সময়। কেননা, এই সময়ে সবচেয়ে বেশি বেড়ে উঠে তারা।

১০. মানুষের মাথার খুলি ২৬টি ভিন্ন ভিন্ন রকমের হাড় দিয়ে তৈরি।

১১. অবিশ্বাস্য হলেও সত্য যে, মানুষ যখন হাঁচি দেয় তখন তার শরীরের সমস্ত যন্ত্রাংশ একদম বন্ধ হয়ে যায়। এমনকি হৃদয়ও।

১১. জিভ কেবলমাত্র স্বাদ গ্রহণ ও উচ্চারণে ব্যবহার হয় না। এটি মানুষের শরীরের সবচেয়ে বেশি শক্তিশালী এক পেশী।

১২. একজন স্বাভাবিক মানুষ দৈনিক ছয় বার মূত্রত্যাগ করেন।

১৩. মানুষের মুখ থেকে পেটে খাবার যাওয়ার জন্য মাত্র ৭ সেকেন্ড সময় লাগে।

১৪. হাঁচির সময় নাক থেকে বাতাস বের হওয়ার গতিবেগ ১০০ কি.মি হয়ে থেকে।

১৫. একজন মানুষের দেহের সবথেকে ছোট হাড় হলো তার কানের হাড়।

সূত্র : এনটিভি

এসআর/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |