ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

নখ সুন্দর করার কিছু ঘরোয়া উপায়

আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ জুন ২০২২ , ১০:৪৭ এএম


loading/img
ছবি : সংগৃহীত

ত্বক ও চুলের যত্নে আমরা যেভাবে সচেতন নখের যত্নে ততটা নই। অনেকে আবার একটু বেশিই সচেতন, কারণে পার্লারে গিয়ে টাকা খরচ করে মেনিকিওর করেন। সুন্দর-পরিচ্ছন্ন নখ আপনার ব্যক্তিত্ব ও রুচির প্রকাশ করে।

বিজ্ঞাপন

কিছু উপায় জানলে ঘরে বসেই খুব সহজে নখের যত্ন নিতে পারবেন। নখ সুন্দর রাখতে দিনের মধ্যে কিছুটা সময়ই যথেষ্ট। নখের যত্নে অন্যতম উপাদান মধু। মধু শুধু স্বাস্থ্যের জন্যই উপকারী নয়, এটি রূপচর্চায়ও সমান কার্যকরী। সঙ্গে নখ ভালো রাখতেও কাজ করে।

নখের সমস্যা দূর করতে
অনেকের নখের চারপাশের চামড়া দ্রুত শুষ্ক হয়ে যায়। এতে নখে ছত্রাক বা ব্যাকটেরিয়া সংক্রমণ বাড়ে। ফলে নখ দ্রুত ভাঙে। কারও কারও ক্ষেত্রে নখ কালো হয়ে যায় বা নখে হলদেটে দাগ দেখা যায়। এসব সমস্যা অবহেলা করা যাবে না। এ ক্ষেত্রে সহায়ক হতে পারে মধুর ব্যবহার। নখের উপর নিয়মিত মধু ব্যবহার করলে এর চারপাশের চামড়া অনেকটাই কোমল হয়। ফলে সংক্রমণের ভয় কমে।

বিজ্ঞাপন

সংক্রমণের ভয় এড়াতে
অনেকের হাতের নখের চারপাশের চামড়া উঠে যায়। ফলে হাতে জ্বালাপোড়া বা ব্যথা পর্যন্ত হতে পারে। পায়ের নখের ক্ষেত্রে ধুলোবালি, কাঁদা ইত্যাদির জন্য সংক্রমণের ভয় বেশি। আপনি যদি নখে নিয়মিত মধু ব্যবহার করেন তবে এই সমস্যায় পড়তে হবে না। প্রাকৃতিক এই উপাদান আমাদের নখ ভালো রাখার ক্ষেত্রে বেশ কার্যকরী।

image

নখে যেভাবে মধু ব্যবহার করবেন
নখ ভালো রাখার জন্য নখের উপর সরাসরি মধু লাগাবেন না। যদিও এভাবে সরাসরি ব্যবহার করলেও তেমন কোনো ক্ষতি নেই। তবে আরও ভালো ফল পেতে চাইলে মধুর সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে নিতে পারেন। এই মিশ্রণ নখের উপর এবং এর চারপাশে ভালোভাবে মালিশ করতে হবে। এভাবে পরিচর্যা করতে হবে ১০-১৫ মিনিট ধরে। এরপর ঠান্ডা পানি দিয়ে নখ ধুয়ে নিতে হবে। এভাবে নিয়মিত যত্ন নিলে দ্রুত উপকার পাবেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |