বিশ্ব সংবাদমাধ্যমে বাংলাদেশের জনপ্রিয় ১০টি খাবারের পাশাপাশি বাংলাদেশের সেরা কয়েকটি রেস্টুরেন্ট জায়গা করে নিয়েছে। সে তালিকায় বাংলাদেশের অবস্থান ৪৩তম।
তালিকাটি প্রকাশ করেছে বুলগেরিয়ার ভ্রমণ ও খাদ্যবিষয়ক অনলাইন পোর্টাল টেস্ট অ্যাটলাটস ডটকম। বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে পোর্টালটির। সম্প্রতি তারা ‘ওয়ার্ল্ডস বেস্ট কুইজিনস’ ঘোষণা করেছে।
সেখানে ৯৫টি দেশের খাবার তালিকাভুক্ত করা হয়। যেখানে তালিকায় ৪৩তম স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। তালিকায় ‘বেস্ট কুইজিন ২০২২’ অনুসারে বাংলাদেশের ১০টি সেরা খাবার ও রেস্টুরেন্টের নাম উঠে এসেছে। তালিকায় প্রথমেই রয়েছে বাংলাদেশের স্ট্রেট ফুড ফুচকা; যা বাংলাদেশের বিভিন্ন শপিংমল, পাবলিক প্লেস ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ফুড কর্নারে সচরাচর পাওয়া যায়।
এ ছাড়া রয়েছে বাঙালির পছন্দের নানা পদের ভর্তা। আর মাছ-ভাতে বাঙালির পান্তা-ইলিশ তো রয়েছেই।
বাংলাদেশের সেরা ১০ খাবার :
১. ফুচকা
২. নানান পদের ভর্তা
৩. চমচম, ছানা ও সন্দেশ
৪. পান্তা-ইলিশ
৫. ইলিশ মাছের পাতুরি
৬. শর্ষে ইলিশ
৭. মাছের ঝোল
৮. জিলাপি
৯. বিরিয়ানি
১০. চটপটি
এ ছাড়া সেরা কয়েকটি রেস্টুরেন্টের মধ্যে রয়েছে হাজীর বিরিয়ানি (ঢাকা), আল-রাজ্জাক (ঢাকা), সালামস কিচেন (ঢাকা), কুটুমবাড়ি (শ্রীমঙ্গল), পৃথ্বীরাজ রেস্টুরেন্ট (সিলেট), পাঁচ ভাই রেস্টুরেন্ট (সিলেট) ও তেহারী ঘর (ঢাকা)।