• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

যে প্রতিশ্রুতি ভালোবাসার বন্ধন দৃঢ় করে

আরটিভি নিউজ

  ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫২
যে প্রতিশ্রুতি ভালোবাসার বন্ধন দৃঢ় করে

জীবনে চলার পথ সহজ এবং সুন্দর করতে একজন ভালো সঙ্গী পাওয়া জরুরি। কারণ, জীবনের অর্ধেক সময় যার সঙ্গে কাটাতে হবে তার সঙ্গে বোঝাপড়া ঠিক না হলে জীবন পার করা কঠিন হয়ে যায়। আর এ কঠিন পরিস্থিতিতে যেন পড়তে না হয়, তার জন্যই জীবনে একজন যত্নশীল সঙ্গীর গুরুত্ব অনেক। সম্পর্ককে সুন্দর রাখতে একে অপরের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা এবং ভালোবাসা থাকাটাও জরুরি। সম্পর্ককে সারাজীবনের জন্য দৃঢ় রাখতে একে অপরকে কিছু প্রতিশ্রুতি দিতে হয়। ভালোবাসা সপ্তাহে চলুন জেনে নেওয়া যাক সঙ্গীর সঙ্গে বন্ধন দৃঢ় করতে কিছু প্রতিশ্রুতি।

একে অপরকে সম্মান দেওয়া- যেকোনো সুন্দর সম্পর্কের মূল ভিত্তি হলো একে অপরের প্রতি সম্মান রাখা। যদি কখনো সঙ্গীর সঙ্গে কোনো বিষয়ে মতের অমিলও হয়, তবুও একে ওপরের প্রতি সম্মান এবং শ্রদ্ধা বজায় রেখে কথা বলতে হবে। এই প্রতিশ্রুতি মেনে চলতে পারলে সম্পর্কে তিক্ততা আসার সম্ভাবনা খুবই কম।

পরস্পরকে সাপোর্ট করা- জীবনে ভালো-খারাপ সময়ের মধ্য দিয়ে কমবেশি অনেককেই যেতে হয়। তাই মানসিকভাবে ঠিক থাকতে হলে আমাদের কারো না কারো সাপোর্টের প্রয়োজন হয়। আর এই সাপোর্ট যদি নিজের সঙ্গীর কাছ থেকেই পাওয়া যায়, তবে কঠিন সময় পার করা কিছুটা হলেও সহজ হয়ে যায়। তাই এই প্রমিজ ডে’তে আপনার সঙ্গীকে সাপোর্ট করার প্রতিশ্রুতি দিতে পারেন।

একে অপরকে সময় দেওয়া- বর্তমান সময়ে প্রায় সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি। ভুলেই যাই যে অন্য কারও জন্যও আমাদের কিছু সময় বের করতে হয়। কিন্তু এটি খুবই জরুরি। সম্পর্ক সুন্দর রাখতে হলে একে অপরকে সময় দিতে হবে। তাই প্রমিজ ডে’তে একে অপরকে সময় দেওয়ার প্রতিশ্রুতি করতে পারেন।

ক্ষমা করা- জীবনে ক্ষমা করতে পারা জরুরি। যেহেতু জীবনে চলতে গেলে আমরা অনেক ভুল করে থাকি। তাই একে অপরের প্রতি ক্ষমা করার মানসকিতা থাকতে হবে। যদি এই মানসিকতা না থেকে থাকে, তবে এই প্রমিজ ডে’তে আপনার সঙ্গীকে এই প্রতিশ্রুতি দিতে পারেন।

অতীতকে বর্তমানে টেনে না আনা- একে অপরের সঙ্গে জীবন কাটালে বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। অনেক ভুলত্রুটি হয়ে থাকে। যদি কেউ কোনো ভুল করে থাকে এবং নিজের ভুল বুঝতে পারে তবে এটি বার বার টেনে না আনাই ভালো। এতে সম্পর্কে তিক্ততা বাড়ে। তাই একে অপরের সঙ্গে অতীতকে বার বার টেনে না আনার প্রতিশ্রুতি করা ভালো।

কখনও রাগ করব না- রাগ আমাদের সহজাত প্রবৃত্তির মধ্যে একটি, যেকোনো পরিস্থিতিতেই তা দেখা দিতে পারে। এর ওপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না। তাই এমন অবাস্তব প্রতিজ্ঞা করা সম্পর্কের ক্ষেত্রে ঠিক না।

কোনো অভ্যাস ত্যাগ করার প্রতিশ্রুতি- সঙ্গীর অপছন্দ হওয়ার কারণে অনেক সময়ই কোনো অভ্যাস ত্যাগ করার প্রতিশ্রুতি দেন অনেকেই। সবসময় ভেবেচিন্তে সময় নিয়েই কোনো প্রতিশ্রুতি দেওয়া উচিত। যা রাখতে পারবেন না সে প্রতিশ্রুতি না দেওয়াই ভালো।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমি ভালোবাসার কাঙাল: তাহসান
তাহসানকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন নতুন স্ত্রী রোজা
ভালোবাসার ১৪ বছর, নাটোরে এলেন মালয়েশিয়ার তরুণী
আরটিভিতে আজ (৩০ ডিসেম্বর) যা দেখবেন