• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ম্যাজিক আইস কিউবে পান কোরিয়ান গ্লাস স্কিন

আরটিভি নিউজ

  ৩০ মার্চ ২০২৩, ১৪:৫৪
ম্যাজিক আইস কিউবে পান কোরিয়ান গ্লাস স্কিন

বিগত কয়েক বছর ধরে কোরিয়ান গ্লাস স্কিন-এর ধারণা খুব জনপ্রিয়তা পেয়েছে। মূলত ব্রেকআউটস, ব্রণ-দাগছোপহীন ত্বককেই গ্লাস স্কিন হিসেবে ধরা হয়ে থাকে। আর এই ধরনের ত্বক পেতে দামি দামি বাজারজাত প্রোডাক্ট ব্যবহার না করলেও চলবে। ঘরোয়া এই টোটকাই ম্যাজিকের মতো কাজ করবে।

দেখে নিন কী করবেন-

প্রথমে ১টি প্যানে ১-২ টেবিল চামচ চাল ভালো করে ধুয়ে নিন। এবার ১-২ কাপ পানি দিয়ে চাল ফুটিয়ে নিন। এবার ভাতের এই ফ্যান আলাদা করে রাখুন। এবার চালের এই পানি ঠান্ডা হয়ে এলে এক চিমটি হলুদ নিন এবং ২ চামচ দই। তারসঙ্গে মেশান চন্দনের গুঁড়ো বা কমলালেবুর খোসার গুঁড়ো। সমস্ত কিছু ভালো করে ফেটিয়ে নিন।

এবার বরফের ট্রে-তে এই মিশ্রণ ঢেলে জমিয়ে রাখুন। সাত দিন টানা ব্যবহার করতে হবে। এবার প্রতিদিন ব্যবহারের আগে একটা করে কিউব বের করে নিন। মুখ ধুয়ে নিন। আইস কিউব গলে গেলে হাতে করে এই মিশ্রণ নিয়ে মুখে মালিশ করুন। শুকিয়ে গেলে আরও একটা কোট দিন। সেটা শুকিয়ে গেলে আরও একটা। এভাবে ৫-৬টা কোট দিন। ২০-২৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে নিন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোদে পোড়া দাগ দূর হবে বেসনের এই বিশেষ প্যাকেই