ঢাকামঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

রাস্তার কুকুরকে ভয় পেলে জেনে নিন কিছু টিপস

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ মে ২০২৩ , ০৫:০২ পিএম


loading/img

রাস্তার কুকুরকে অনেকেই ভয় পান। আর কুকুর যদি তেড়ে আসে, তাহলে তো আর কথাই নেই, কামড়ও দিতে পারে। এরকম পরিস্থিতিতে পাঁচটি টিপস মাথায় রাখবেন সবসময়। তাহলেই কেটে যাবে বিপদ।

বিজ্ঞাপন

জেনে নিন টিপসগুলো-

সরাসরি চোখের দিকে তাকাবেন না : রাস্তার কুকুর আপনাকে দেখে চেঁচালে তার চোখে চোখ রাখবেন না। এটাকে সে হুমকি ভেবে আরও আগ্রাসী হয়ে ওঠে। বরং শান্ত থাকুন। হঠাৎ করে পালানোর চেষ্টা না করাই ভালো।

বিজ্ঞাপন

দূরত্ব বজায় রাখুন : রাস্তার কুকুর শুধু চেঁচায় না, কামড়ও দিতে পারে। তাই এমন রাগী বা ভয় পেয়ে যাওয়া কুকুরকে দেখলে তার থেকে দূরত্ব বজায় রেখে চলুন। এতে সে সহজে আপনাকে আক্রমণ করতে পারবে না।

দৌড়াবেন না : কুকুরকে চেঁচাতে দেখলেই অনেকে দৌড়াতে শুরু করে দেন। যা সব থেকে ভুল কাজ। তাই ভুলেও যাই হয়ে যাক, দৌড়াবেন না, এতে কুকুর আরও আগ্রাসী হয়ে আপনার দিকে ছুটে আসবে।

সুরক্ষার জন্য হাতে কিছু রাখুন : কুকুরের থেকে সুরক্ষিত থাকতে হাতে লাঠি রাখুন। কুকুর খুব আগ্রাসী হয়ে আপনাকে কামড়াতে এলে সুরক্ষিত থাকতে হাতে লাঠি দিয়ে আঘাতের ভঙ্গি করতে পারেন। 

বিজ্ঞাপন

নালিশ জানান : কুকুরের এই সমস্যা প্রতিদিন চলতে থাকলে স্থানীয় এলাকার প্রশাসনকে জানান। তাদের দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করুন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |