ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

যে ধরনের মানুষ থেকে দূরে থাকবেন

আরটিভি নিউজ

শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ , ১১:২৯ এএম


loading/img
প্রতীকী ছবি

ব্যক্তিজীবনে প্রতিটি মানুষই গুরুত্বপূর্ণ। তবে অনেকেই আছেন যারা ব্যক্তিজীবনে নেতিবাচক প্রভাবের কারণ হয়ে ওঠেন। তাই এসব মানুষ থেকে দূরে থাকাই উত্তম।

বিজ্ঞাপন

সমালোচনাকারী : এ ধরনের মানুষেরা সবসময় আপনার করেন। যারা কিনা আপনার সম্পর্ককে চালিত করার অন্যতম কারণও বটে। এতে ব্যক্তিজীবনে মানসিক ক্লান্তি চলে আসে। তাই মানসিকভাবে সুস্থ থাকতে তাদের থেকে দূরে থাকাই শ্রেয়।

প্রভাবশালী মানুষ : এ ধরনের ব্যক্তিত্বের মানুষেরা সবসময় অন্যদের ওপর আধিপত্য চালাতে চায়। ব্যক্তিকে নিজের ইচ্ছের বিরুদ্ধে নানান ধরনের কাজে অনুপ্রাণিত করে থাকে। ব্যক্তির জীবনের নিয়ন্ত্রণও করে থাকে তারা। তাই আত্মসম্মান রক্ষার্থে এ ধরনের লোকদের থেকে দূরে থাকা জরুরি।

বিজ্ঞাপন

অহংকারী : তারা কেবলই নিজের সম্পর্কে চিন্তাভাবনা করে। অন্যদের সহানুভূতির কোনো মূল্য দেয় না। হঠাৎ করেই তারা যে কাউকে আঘাত করতে পারে। তাই তাদের থেকে দূরে থাকাও জরুরি।

নাটুকে মানুষ : তারা ছোটখাটো বিষয় নিয়ে নাটক করে অন্যদের দৃষ্টি আকর্ষণ করে থাকে। যা কিনা ব্যক্তির মানসিক স্বাস্থ্যের ওপর বেশ খারাপ প্রভাব রাখে। তাই তাদেরও এড়িয়ে যাওয়া উচিত।

মিথ্যাবাদী : তারা ক্রমাগত মিথ্যা বলে অন্যের বিশ্বাস নিয়ে খেলা করে। এতে ব্যক্তির মানসিক শান্তিও ভেঙে যায়। তাই চিহ্নিত করে তাদের এড়িয়ে যাওয়ার জরুরি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |