• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

প্রভাবশালী দুই মার্কিন সংবাদমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২৪, ২২:৩১

প্রভাবশালী দুই মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ ও ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে মামলা করেছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিকৃত খবর প্রচারের অভিযোগে তিনি এ মামলা করেন। সূত্র: সিবিএস নিউজ ও সিএনএন

নির্বাচনের মাত্র চারদিন আগে শুক্রবার (১ অক্টোবর) ট্রাম্পের প্রচারণা শিবিরের পক্ষ থেকে ওই মামলা দায়ের করা হয়।

সিবিএস নিউজের জনপ্রিয় ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের সাক্ষাৎকারে বিকৃত তথ্য প্রচার করার অভিযোগে করা মামলায় সংবাদমাধ্যমটির কাছে ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী। নির্বাচনী প্রচারণার মধ্যে গণমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্পের এমন মামলা নিয়ে শুরু হয়েছে তোলপাড়।

টেলিভিশনটির একটি সাক্ষাৎকার সম্পাদনা করে কমলাকে ইতিবাচকভাবে দেখানোর অভিযোগ করেছেন ট্রাম্প। মামলার অভিযোগে বলা হয়, সিবিএস নিউজ প্রতারণামূলক এবং সংবাদ বিকৃতির মাধ্যমে নির্বাচন ও ভোটারদের প্রভাবিত করতে পক্ষপাতমূলক বেআইনি কাজে জড়িত। মধ্যপ্রাচ্যে হামাস ইসরাইল সংঘাত সম্পর্কে কমলার প্রতিক্রিয়া নিয়ে গেলো অক্টোবরে এক ঘন্টার একটি সাক্ষাৎকার প্রচার করে গণমাধ্যমটি।

ট্রাম্প অভিযোগ করেন সিবিএসের ভাইস প্রেসিডেন্ট এবং ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের সাক্ষাৎকারটি সম্পাদনা করে প্রচার করা হয়েছে যা কমলার পক্ষে যায়। মামলায় দাবি করা হয়, সাক্ষাৎকারটির মাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে হ্যারিসকে সহায়তা এবং ট্রাম্পকে অসুবিধায় ফেলে জনসাধারণকে বিভ্রান্ত করা হয়।

এদিকে সিবিএস নিউজ এক বিবৃতিতে ট্রাম্পের এই অভিযোগের ব্যাপারে বলেছে, ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের যে দাবি রিপাবলিকান প্রার্থী তুলেছেন, তা সম্পূর্ণভাবে ভিত্তিহীন। সাক্ষাৎকারটিতে কোনো সম্পাদনা করা হয়নি এবং কোনো অংশ লুকানো হয়নি।

আরটিভি/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীপুরে স্কুলের দেড়শ বছরের পুরনো গাছ বিক্রির অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে
৪৯ প্রভাবশালীকে আদালতে তোলা হচ্ছে আজ
সাগর-রুনি হত্যাকাণ্ডে একাধিক প্রভাবশালী ব্যক্তি জড়িত: শিশির মনির
বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস