• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

যেভাবে তৈরি করবেন আপেল চা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৬ জানুয়ারি ২০২৫, ১২:২৯
ছবি: সংগৃহীত

বিশ্বে চা প্রেমী মানুষের সংখ্যা অগণিত। আড্ডায় কিংবা ঘুম ভাঙা ভোরে এক কাপ চা হৃদয়ে প্রশান্তি এনে দেয়। নিয়মিত যারা চা খেয়ে অভস্ত্য, তারা একবেলা চা না খেতে পারলে যেন স্বস্তিই পান না। আর সেই চা যদি হয় বিভিন্ন স্বাদের তাহলে তো চা প্রেমীদের আনন্দ আরও দ্বিগণ হয়ে যায়।

চলুন তেমনই এক বিভিন্ন স্বাদের চায়ের রেসিপি জেনে নেওয়া যাক—

উপকরণ

আপেল ১টি, মধু ১ টেবিল চামচ, চা-পাতা ১ চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ, দারুচিনি ১ টুকরা, পানি ২ কাপ।

প্রণালি

ছোট ছোট টুকরা করে নেবেন আপেল। পানি ভালোভাবে ফুটিয়ে তাতে চা পাতা ও আপেলের টুকরা, দারুচিনি দিন। কয়েক মিনিট ফোটান। চা ছেঁকে কাপে নিন। এবার এতে লেবুর রস ও মধু মিশিয়ে তৈরি করে ফেলুন আপেল চা।

আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে ৬৩ লাখ টাকার ভারতীয় আপেল জব্দ
ওজন কমাবে ফাইবার সমৃদ্ধ এই ৫ খাবার