পেশাদার ভিডিওগ্রাফার না হয়েও রান্নার ভিডিও আকর্ষণীয় করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ , ০৭:০৮ পিএম


পেশাদার ভিডিওগ্রাফার না হয়েও রান্নার ভিডিও আকর্ষণীয় করবেন যেভাবে
ছবি : সংগৃহীত

রান্নার প্রতি গভীর ভালোবাসা রয়েছে অনেকের। পরিবারের সদস্যদের উৎসাহে নানান ধরনের পদ রান্না করে তা সুন্দরভাবে সাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করেন কেউ কেউ। কেউ রেসিপি জানতে চাইলে হাসিমুখে তা লিখে দেন। তবে ইনস্টাগ্রামের কন্টেন্ট ক্রিয়েটরদের মতো আকর্ষণীয় ভিডিও তৈরি করা অনেকের পক্ষেই সম্ভব হয় না।

বিজ্ঞাপন

অনেকে মনে করেন পেশাদার রান্নার ভিডিও বানানোর জন্য দক্ষ ভিডিওগ্রাফার লাগবেই। যদিও এটি আংশিক সত্য, তবে পেশাদার ভিডিওগ্রাফিতে অনেক খরচও জড়িত। কিন্তু কিছু সহজ কৌশল মানলে বাড়িতেই মনকাড়া রান্নার ভিডিও তৈরি করা সম্ভব। রইল কিছু টিপস—

ব্যাকড্রপ সেট করুন:
রান্নাঘরের দেয়ালে থাকা তেল বা ঝুল যেন ক্যামেরায় ধরা না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। মসলার কৌটাগুলো এমনভাবে সাজান, যাতে দেখতে আকর্ষণীয় লাগে। কোন কোণে কীভাবে সাজালে ভাল দেখাবে, তা নিয়ে আগেই পরিকল্পনা করুন।

বিজ্ঞাপন

ক্যামেরার অ্যাঙ্গেল নির্ধারণ:
নিজেই রান্না এবং শুটিং করতে চাইলে আগে ঠিক করে নিন কোন অ্যাঙ্গেল থেকে শট নেবেন। কোন দূরত্ব থেকে ক্যামেরা বা মোবাইল রাখলে খাবারটি আকর্ষণীয় দেখাবে, সেটি পরিকল্পনা করুন।

পর্যাপ্ত আলোর ব্যবস্থা:
প্রাকৃতিক আলো যথেষ্ট না হলে বাড়তি আলো ব্যবহার করুন। এমন আলো ব্যবহার করুন যা তীব্রতা অনুযায়ী বাড়ানো বা কমানো যায়। এতে ভিডিও আরও প্রাণবন্ত দেখাবে।

রান্নার সামগ্রী ও বাসনপত্র:
পুরনো বা কালি লাগানো হাঁড়ি-পাতিল ব্যবহার না করাই ভালো। পরিষ্কার ও ঝকঝকে বাসনপত্র রান্নার ভিডিওকে আরও আকর্ষণীয় করে তোলে।

বিজ্ঞাপন

এডিটিং:
ভিডিও আপলোডের আগে ঠিকমতো এডিট করুন। বিভিন্ন এডিটিং অ্যাপ ব্যবহার করে ভিডিওর গুণমান বাড়ান। সুন্দরভাবে কাট করলে ও ফিল্টার যোগ করলে ভিডিও আরও আকর্ষণীয় হবে।

সূত্র: আনন্দবাজার

আরটিভি/জেএম-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission