ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

ডায়াবেটিসে কখন ইনসুলিন প্রয়োজন হয়

মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ , ০৭:২৪ পিএম


loading/img

ডায়াবেটিস হলো একটি বিপাকীয় রোগ, যা ইনসুলিনের ঘাটতি বা অকার্যকারিতার কারণে দেখা দেয়। এর চিকিৎসার প্রথম ধাপ হলো খাদ্যনিয়ন্ত্রণ ও নিয়মিত ব্যায়াম। দ্বিতীয় ধাপ ওষুধ বা ইনসুলিন। অনেকের মধ্যে ইনসুলিন নেওয়ার বিষয়ে ভয় বা ভ্রান্ত ধারণা থাকলেও এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর এবং নিরাপদ। ডায়াবেটিসে কখন ইনসুলিনের প্রয়োজন হতে পারে তা নিম্নে আলোচনা করা হলো—

বিজ্ঞাপন

টাইপ–১ ডায়াবেটিস
টাইপ–১ ডায়াবেটিস সাধারণত শিশু, কিশোর বা ৩০ বছরের কম বয়সীদের হয়। এ ক্ষেত্রে অগ্ন্যাশয়ের বিটা কোষ বিনষ্ট হয়ে যায় এবং ইনসুলিন তৈরি বন্ধ হয়ে যায়। তাই এই ধরনের ডায়াবেটিসে একমাত্র চিকিৎসা হলো ইনসুলিন।

গর্ভকালীন ডায়াবেটিস
গর্ভধারণের সময় ডায়াবেটিস হলে, শুধুমাত্র মেটফোরমিন–জাতীয় মুখে খাওয়ার ওষুধ নিরাপদ। অন্যান্য মুখে খাওয়ার ওষুধ নিষিদ্ধ। অধিকাংশ ক্ষেত্রে এই সময় ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইনসুলিনের প্রয়োজন হয়। ইনসুলিন মা ও গর্ভস্থ সন্তানের জন্য পুরোপুরি নিরাপদ।

বিজ্ঞাপন

টাইপ–২ ডায়াবেটিস
টাইপ–২ ডায়াবেটিসে আক্রান্তের হার প্রায় ৯৫%। এটি সাধারণত ৩০ বছরের পর, স্থূলতা, সঠিক খাদ্যাভ্যাসের অভাব, কায়িক শ্রমের ঘাটতি এবং পরিবারে ডায়াবেটিসের ইতিহাস থাকলে বেশি দেখা যায়। ইনসুলিনের প্রয়োজন হয় নিম্নোক্ত অবস্থায়—

  • রক্তে শর্করার মাত্রা অত্যন্ত বেশি হলে: খালি পেটে ১৪ মিলিমোল বা খাবারের দুই ঘণ্টা পর ১৬.৫ মিলিমোলের বেশি।
  • এইচবিএওয়ানসি বেশি হলে: তিন মাসের গড় এইচবিএওয়ানসি ১০-এর বেশি।
  • ওষুধে নিয়ন্ত্রণ সম্ভব না হলে: তিন ধরনের মুখে খাওয়ার ওষুধ বা সর্বোচ্চ ডোজেও ডায়াবেটিস নিয়ন্ত্রণ না হলে।
  • জরুরি শারীরিক অবস্থা বা হাসপাতালে ভর্তি হলে: যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক, তীব্র সংক্রমণ (প্রস্রাবে সংক্রমণ, যক্ষ্মা, নিউমোনিয়া), জন্ডিস বা পায়ে ঘা।
  • অপারেশনের আগে ও পরে।
  • লিভার ও কিডনি সমস্যার জটিলতায়।

 

বিজ্ঞাপন

ভুল ধারণা
অনেকেই মনে করেন, একবার ইনসুলিন শুরু করলে তা সারা জীবন চালিয়ে যেতে হবে। কিন্তু এটি সঠিক নয়। জরুরি অবস্থা কেটে গেলে অনেক সময় পুনরায় মুখে খাওয়ার ওষুধে ফেরা সম্ভব। ইনসুলিন ডায়াবেটিস সঠিকভাবে নিয়ন্ত্রনের একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই সঠিক সময়ে তা গ্রহণ করা অত্যন্ত জরুরি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |