অধূমপায়ী নারীদের বাড়ছে ফুসফুসের ক্যানসার, জেনে নিন কারণ

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ , ০২:২১ পিএম


অধূমপায়ী নারীদের বাড়ছে ফুসফুসের ক্যানসার, জেনে নিন কারণ
ছবি: ফ্রিপিক

ধূমপান না করা নারীদের মধ্যে ফুসফুসের ক্যানসারের হার বাড়ছে, বিশেষ করে লাং অ্যাডিনোক্যান্সার নামে পরিচিত ধরনের ক্যানসার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যানসার বিষয়ক গবেষণা সংস্থা আইএআরসি-এর নতুন গবেষণায় এই উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

গবেষণাটি ‘দ্য ল্যানসেট রেসপিরেটরি মেডিসিন’ পত্রিকায় প্রকাশিত হয়, যেখানে বলা হয়, অধূমপায়ী নারীদের মধ্যে ফুসফুসের ক্যানসারের ৬০ শতাংশ ক্ষেত্রে এই ধরনের ক্যানসার পাওয়া যাচ্ছে, যা পুরুষদের মধ্যে মাত্র ৪৫ শতাংশ। ২০২২ সালে বিশ্বব্যাপী ফুসফুসের ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ২৫ লাখ ছিল, যা ২০২০ সালের তুলনায় ৩ লাখ বেশি। গবেষণাটি অনুসারে, পরিবেশগত উপাদান, বিশেষত বায়ু দূষণ, জেনেটিক প্রবণতা এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার প্রতিক্রিয়া এই প্রবণতা বাড়িয়েছে।

এছাড়া, অধূমপায়ী নারীদের মধ্যে ফুসফুসের ক্যানসারের কারণ হিসেবে কিছু জেনেটিক পরিবর্তনকে চিহ্নিত করা হয়েছে:

বিজ্ঞাপন

  • ইজিএফআর জিনের মিউটেশন: এই জিন কোষ বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ প্রোটিন তৈরি করে। মিউটেশন ঘটলে কোষের বিভাজন অস্বাভাবিক হয়ে ক্যানসার সৃষ্টি করতে পারে। এশিয়ার নারীদের মধ্যে এই মিউটেশন প্রায় ৫০ শতাংশ ফুসফুস ক্যানসারের কারণ।
  • এএলকে এবং আরওএস১ জিনের মিউটেশন: বিশেষ করে এশিয়ার তরুণ নারীদের মধ্যে এই মিউটেশন বেশি দেখা যায়, যা ৫ শতাংশ ক্যানসার কেসের সঙ্গে যুক্ত।
  • টিপি ৫৩ জিনের মিউটেশন: এটি একটি টিউমার-প্রতিরোধক জিন, যার মিউটেশন নারীদের মধ্যে বেশি দেখা যায় এবং ক্যানসারের ঝুঁকি বাড়ায়।
  • কেআরএএস জিনের মিউটেশন: সাধারণত ধূমপানকারীদের মধ্যে দেখা যায়, তবে অধূমপায়ী নারীদের মধ্যেও এই মিউটেশন বৃদ্ধি পাচ্ছে।
  • বায়ু দূষণ: বিশেষ করে সূক্ষ্ম কণা পিএম ২.৫, যা কেআরএএস মিউটেশন ঘটাতে পারে, ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়ায়। নারীরা পুরুষদের তুলনায় বায়ু দূষণের জন্য বেশি সংবেদনশীল। এছাড়া, ঘরের ভেতরে রান্নার ধোঁয়া, কাঠ বা কয়লার ব্যবহারের কারণে ফুসফুসের ক্যানসার হতে পারে।
  • হরমোনের পরিবর্তন: ইস্ট্রোজেন হরমোন ফুসফুসের কোষে থাকে এবং কিছু গবেষণায় দেখা গেছে, এটি টিউমারের বৃদ্ধি ত্বরান্বিত করতে পারে। তবে, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি (এইচআরটি) গ্রহণ করলে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি কমে।
  • দীর্ঘস্থায়ী প্রদাহ: অটোইমিউন রোগের কারণে দীর্ঘস্থায়ী প্রদাহ নারীদের ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়ায়। এই ধরনের রোগে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার ব্যাঘাত ঘটে, যা ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।
  • সাম্প্রতিক গবেষণা: নতুন গবেষণায় দেখা গেছে, এইচপিভি ভাইরাসও নারীদের ফুসফুসের ক্যানসারের কারণ হতে পারে।

এভাবে বায়ু দূষণ, হরমোনের পরিবর্তন, জেনেটিক মিউটেশন এবং দীর্ঘস্থায়ী প্রদাহ সহ অন্যান্য কারণের সম্মিলিত প্রভাবে নারীদের ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়ছে।

আরটিভি/জেএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission